পিএম কিষাণে ডবল ধামাকা! এমাসে দ্বিগুন পরিমাণ টাকা পেতে চলেছেন কৃষকেরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Kisan Yojona নিয়ে খুশির ডালি। খুশির খবর কৃষকদের জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফে। কেন্দ্রের ওই নির্দেশিকায় জানানো হয়েছে এমাসে PMKSNY প্রকল্পে ডবল টাকা পেতে চলেছেন দেশের কৃষক ভাইয়েরা। তবে কেন, এই দ্বিগুণ টাকা দেওয়া হবে, কারাই বা ডবল টাকা পাবেন, অনেকে টাকা পেয়ে গেলেও আপনি এখনো টাকা পাননি, কবে টাকা পাবেন ইত্যাদি বিস্তারিত তথ্য থাকছে আজকের আলোচনায়।

   

কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো Pradhan Mantri Kisan Samman Nidhi Yojona। এই যোজনার মাধ্যমে দেশের কৃষকদের চাষাবাদের জন্য তিন কিস্তিতে বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে কেন্দ্র সরকার। তবে সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পের ১৩ ও ১৪ তম কিস্তির টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। অনেকে খারিফ সিজনের টাকা পেলেও অনেক কৃষকই এই টাকা এখনো পাননি। এমতবস্থায় কৃষকেরা টাকা কবে পাবেন তা নিয়ে প্রশ্ন উঠছিল।

আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আবেদন করলে পাবেন ৫০,০০০ টাকা।

এই প্রসঙ্গে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, পিএম কিষাণ যোজনায় চাষিদের যাচাইকরণ (Verification) প্রক্রিয়া চলছে। তাই যারা এখনো ভেরিফিকেশন করেননি তাদের টাকা আটকে রয়েছে। তবে খুব দ্রুত অনেকেই যাচাইকরণের কাজ সেরে ফেলছেন। যারা ভেরিফিকেশন না করার জন্য ১৩ তম কিস্তির টাকা পাননি তাদের একসাথে ১৩ ও ১৪ তম কিস্তির টাকা একসঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ দুই কিস্তির মোট চার হাজার টাকা পাবেন ওই কৃষকেরা।

কেন্দ্র সূত্রে খবর, প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা চালু হওয়ার পরে একাধিক ব্যক্তি অবৈধভাবে এই প্রকল্পের সুবিধা নিয়ে চলছিলেন। তবে কৃষক ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হওয়ার পরে বহু ভুয়ো কৃষককে এই প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে কৃষকের চাষযোগ্য জমি সংক্রান্ত রেকর্ড ও KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করায় প্রায় ১.৮ কোটি ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সঠিক তথ্যপ্রমাণ দেখাতে না পারলে সেই সংখ্যা ক্রমশই উর্ধ্বমুখী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

pm-kisan

তবে যাদের সঠিক তথ্যপ্রমাণ রয়েছে কিন্তু কোনো কারণবশত এখনো ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে উঠতে পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই। কেননা কেওয়াইসি জমা দিয়ে ভেরিফিকেশন করলেই তারা টাকা পেয়ে যাবেন বলে কেন্দ্র সূত্রে খবর। যারা আগের কিস্তির টাকা পাননি তারা একত্রে দুই কিস্তির মোট ৪,০০০ টাকা পেয়ে যাবেন। মে থেকে জুলাই মাসের মধ্যেই পিএম কিষাণের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

পিএম কিষাণ এর স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

আরও পড়ুনঃ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কোথায় ছাপানো হয় জানলে অবাক হবেন!

পিএম কিষাণ যোজনায় আপনার আবেদন কি অবস্থায় আছে, আবেদন গ্রহণ করা হয়েছে নাকি বাতিল হয়েছে, বাতিল হলে কি কারণে দরখাস্ত বাতিল করা হয়েছে, টাকা Sanctioned হয়েছে কিনা সমস্ত পরিস্থিতি দেখতে পারবেন।

পিএম কিষাণ এর স্ট্যাটাস দেখার জন্য প্রথমে https://pmkisan.gov.in/farmerstatus.aspx এই ওয়েবসাইটে গিয়ে আধার নম্বর ও ক্যাপচা দিয়ে সার্চ করলেই আপনার আবেদন সংক্রান্ত, আধার তথ্য, ব্যাঙ্ক ডিটেইলস ও আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা সমস্ত কিছু জানতে পারবেন।

এরপরেও পিএম কিষাণ সন্মান নিধি যোজনার টাকা পাওয়া নিয়ে কোনো অসুবিধা হলে বা জিজ্ঞাস্য থাকলে নীচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

যোগাযোগের ঠিকানা:-

হেল্পলাইন নম্বর:- 1800115526
ইমেইল:- [email protected]

এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যের নতুন নতুন বিস্তারিত আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন নীচের লিঙ্কে ক্লিক করে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ: Link