SSC-MTS ও হাবিলদার পরীক্ষা হবে বাংলা সহ ১৩ টি আঞ্চলিক ভাষায়। খুশি চাকরিপ্রার্থীরা।

মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে MTS(মাল্টি টাস্কিং স্টাফ) ও হাবিলদার পদে। যদিও জানুয়ারি মাসেই এই পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তবে যারা এখনো আবেদন করেননি কিন্তু করতে ইচ্ছুক তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই গুরুত্বপূর্ণ তথ্যটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

চব্বিশে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় ১০ লাখ শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার। যদিও সবচেয়ে বেশি শূন্যপদ পড়ে রয়েছে ভারতীয় রেলে।তবে শূন্যপদ পূরণের প্রাথমিক ধাপ হিসেবে এই নিয়োগ করতে চাইছে কেন্দ্র। মাধ্যমিক পাস যারা ভালো চাকরি খুঁজছেন শেষ তারিখের আগে তারা অবশ্যই আবেদন করে ফেলুন। কত শূন্যপদ রয়েছে, আবেদন প্রক্রিয়া সমস্ত বিবরণ নীচে দেওয়া হলো।

পদের নাম:-

Malti Tasking Staff ও Havaldar (General Central Service Non Gazetted Non Ministerial) গ্রুপ সি পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: আবেদন করুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৯৬ হাজার টাকা পর্যন্ত।

কোথায় নিয়োগ করা হবে:-

কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে যেমন, Central Board of Indirect Taxes & Customs(CBIC), Central Bureau of Narcotics(CBN)

শূন্যপদ:-

মাল্টি টাস্কিং স্টাফ(১৮-২৭ বছর) পদে ২,৬৬৫ টি, হাবিলদার পদে ৫২৯ টি এবং মাল্টি টাস্কিং স্টাফ(১৮-২৫ বছর) পদে ৯,৩২৯ টি খালি পদ রয়েছে।

আবেদন যোগ্যতা:-

আবেদনকারী কে মাধ্যমিক পাস হতে হবে। CBIC বিভাগের কিছু পদের জন্য আবেদনকারীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। CBN দপ্তরের ক্ষেত্রে বয়সের সীমা ১৮-২৫ বছর। সব পদের বেলায় বয়স গুনতে হবে ১/১/২০২৩ এর হিসেবে। ওবিসিরা ৩ বছর, তপশিলিরা ৫ বছর, প্রতিবন্ধী/বিধবা/বিবাহ বিচ্ছিন্নরা ১০ বছর ও কেন্দ্র সরকারের কর্মীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।
হাবিলদার পদের ক্ষেত্রে শরীরের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭.৫ সেমি(তপশিলি উপজাতি ও পাহাড়ি জনজাতিদের বেলায় ১৫২.৫ সেমি)। বুকের ছাতি কমপক্ষে ৮১ সেমি হতে হবে এবং ৫ সেমি পর্যন্ত প্রসারণ ক্ষমতা থাকতে হবে। আর মেয়েদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫২.৫ সেমি(তপশিলি উপজাতি ও পাহাড়ি জনজাতিদের বেলায় ১৪৯.৫ সেমি)। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:-

আবেদনকারী যারা Staff Selection Commission এ নাম নথিভুক্ত করেননি, প্রথমে www.ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর Registration Id ও Password দিয়ে login করে বয়স, ঠিকানা, সেন্টার কোড, রাজ্য সিলেক্ট করে অন্যান্য তথ্য ভালোভাবে পূরণ করুন। এরপর পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার নির্দিষ্ট ফর্ম্যাটে আপলোড করে নেবেন। যারা আগে SSC -র কোনো পরীক্ষা দিয়েছেন তারা কেবল রেজিষ্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সাম্প্রতিক তোলা ছবি ও সিগনেচার আপলোড করে বাকী তথ্য পূরণ করবেন। সমস্ত তথ্য ভালোভাবে সাবমিট করার পর ১০০ টাকা আবেদন ফি অনলাইনে দিতে হবে। তপশিলি, মহিলা, প্রতিবন্ধী ও প্রাক্তন সমকর্মীদের কোনোরূপ আবেদন ফি লাগবে না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে কম্পিউটার জেনারেটেড আবেদন পত্র ডাউনলোড করে নেবেন।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:-

প্রথমে অনলাইন কম্পিউটার ভিত্তিক Multiple Choice Question টাইপের পরীক্ষা হবে দুটি সেশনে। প্রথম সেশনে থাকবে, 1)Numerical & Mathematical Ability- ২০ টি প্রশ্ন ৬০ নম্বর, 2) Reasoning Ability & Problem Solving- ২০ টি প্রশ্ন ৬০ নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই।
দ্বিতীয় সেশনে থাকবে, 1) General Awareness- ২৫ টি প্রশ্ন ৭৫ নম্বর, 2) English Language & Comprehension- ২৫ টি প্রশ্ন ৭৫ নম্বর। এই সেশনে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। দুই সেশনের জন্যই ৪৫ মিনিট করে সময় বরাদ্দ।
MTS ও Havaldar পদে নির্বাচনের ক্ষেত্রে কোনোরূপ ইন্টারভিউ প্রক্রিয়া নেই। লিখিত পরীক্ষায় সফল হলে MTS পদের জন্য Computer Based Test এ পাওয়া নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। আর হাবিলদার পদের জন্য শারিরীক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় ১৫ মিনিটে ১.৬ কিমি দৌড় এবং মেয়েদের বেলায় ২০ মিনিটে ১ কিমি দৌড়ানো। সফল হলে মেরিট লিস্ট তৈরি করা হবে।

পরীক্ষা কেন্দ্র:-

পূর্ব ভারতে কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর, রাচি, পোর্ট ব্লেয়ার, সম্বলপুর, শিলং সহ সমস্ত গুরুত্বপূর্ণ বড়ো বড়ো শহরে পরীক্ষাপর্ব অনুষ্ঠিত হবে।

SSC MTS ও Havaldar Recruitment সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট:-

Staff Selection Commission নোটিশ জারি করে জানিয়েছে, এইবছর থেকে বাংলা সহ ভারতবর্ষের ১৩ টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র প্রকাশ করা হবে যাতে চাকরিপ্রার্থীদের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আরও সহজ হয়।

আবেদনের শেষ তারিখ:-

আগ্রহী প্রার্থীরা ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে SSC MTS ও Havaldar পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সার্ভার ডাুন সংক্রান্ত সমস্যা এড়াতে যত শীঘ্র আবেদন করে ফেলুন।

Like Facebook Page