PNB তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বড়ো ঘোষণা। গ্রাহকদের দারুণ অফার দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বই থাকলে বড়ো ঘোষণা। দেশের সরকারি ব্যাঙ্ক PNB গ্রাহকদের দিচ্ছে এই বিশেষ সুবিধা। দুই হাজার টাকার নোট বাতিলের পরে এবার পাঁচশো, দুশো ও একশো টাকার নোট নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে Punjab National Bank কর্তৃপক্ষের তরফে। এই ব্যাঙ্কের গ্রাহক হলে আপনিও পাবেন এই বিশেষ অফার। সম্প্রতি PNB এর তরফে অফিশিয়াল নোটিশে পিএনবি কাস্টমারদের জন্য এই সুবিধার কথা ঘোষণা করা হয়েছে।

   

২৩ মে হতে বাজার থেকে ২,০০০ এর নোট সরিয়ে নেওয়ার জন্য সমস্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে সকলকে দু’হাজার এর নোট নিজ নিজ ব্যাঙ্কে জমা করার জন্য ঘোষণা করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক গুলি। পরিবর্তে ২০০০ টাকা মূল্যের ৫০০, ২০০, ১০০ ও অন্যান্য নোট ও কয়েন সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক গুলি। এরই মাঝে ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবি, গ্রাহকদের জন্য এই দারুণ ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ- মাধ্যমিক পাস করলেই ১০,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত জানুন।

এদিন ট্যুইটে PNB গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে, আপনার কাছে ১০০, ২০০ ও ৫০০ টাকা মূল্যের ছেঁড়া ফাঁটা নোট থাকলেও এখন থেকে আপনাকে আর অস্বস্তি বা হয়রান হতে হবে না। আপনার কাছে এইধরনের নোট থাকলেই আপনি নিকটবর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট গুলি বদল করে নতুন নোট, কয়েন সংগ্রহ করতে পারবেন। তবে নোট বদলের জন্য PNB গ্রাহকদের কাছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে। ছেঁড়া নোটের পরিবর্তে উপযুক্ত মূল্য পেতে আপনাকে মানতে হবে বিশেষ কিছু নিয়ম।

ছেঁড়া নোট বদল প্রসঙ্গে পিএনবি জানিয়েছে, গ্রাহকেরা চাইলে কেবল বাজার চলতি পুরোনো ছেঁড়া ও নোংরা নোট পরিবর্তন করতে পারে। নোটে ছেঁড়া ফাঁটার পরিমাণ যত বেশি হবে নোটের মূল্যও তত কম হবে। এছাড়া নোটের মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন- জলছাপ, মহাত্মা গান্ধীজীর ছবি এবং গভর্নরের সই ইত্যাদি যদি ছিঁড়ে গিয়ে থাকে তবে সংশ্লিষ্ট নোট পাল্টে দিতে ব্যাঙ্কগুলি বাধ্য থাকবে না। কিন্তু ছিঁড়া ফাঁটা নোটে উক্ত জিনিসগুলো ঠিকঠাক থাকলেও যদি ব্যাঙ্ক নোট বদলে দিতে অস্বীকার করে তবে এর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন গ্রাহকেরা।

আরও পড়ুনঃ- ভোটের আগে কাগজের পরিবর্তে প্লাস্টিকের নোটের প্রচলন করতে পারে সরকার। জল্পনা তুঙ্গে।

এমন সব গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে Google News ও Facebook এ Bangla World কে ফলো করুন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link