মাধ্যমিক পাস করলেই ১০,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত জানুন।

মাধ্যমিক, ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পাস করলেই সকল শিক্ষার্থীকে এককালীন দশ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বাংলার যেসকল শিক্ষার্থী ৬০ শতাংশের নীচে কিন্তু ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন তাদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিবছর পশ্চিমবঙ্গের পড়ুয়াদের ১০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। এদিন মঙ্গলবার স্কলারশিপ প্রসঙ্গে নবান্নে বড়ো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসকল পড়ুয়া ৫০ শতাংশ বা তারও নীচে নম্বর পেয়েছেন তাদেরও অনার্স ও স্কলারশিপ পাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তৃণমূল নেত্রী।

   

আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে ফি বছর রাজ্যের পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই বৃত্তি প্রদান করা হয়। এই স্কলারশিপের তিনটি অভিন্ন নাম রয়েছে। উত্তর বাংলার বিদ্যার্থীদের কাছে এটি উত্তরকন্যা স্কলারশিপ এবং দক্ষিণবঙ্গের পড়ুয়াদের কাছে এটি নবান্ন স্কলারশিপ নামে পরিচিত। আবার যেহেতু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই বৃত্তি দেওয়া হয়, তাই বাংলার সকল স্টুডেন্টদের কাছে এটি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বৃত্তি নামেও পরিচিতি লাভ করেছে। এই স্কলারশিপে আবেদনের জন্য কিরকম যোগ্যতা প্রয়োজন, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সম্বন্ধে বিস্তারিত তথ্য নীচে আলোচনা করা হলো।

নবান্ন স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন?

এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতা/শর্তগুলি অবশ্যই মেনে চলতে হবে।

১) ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ও স্নাতক উত্তীর্ণ হলেই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
২) আবেদনকারী কে অবশ্যই একাদশ, ডিপ্লোমা প্রথম বর্ষ, স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে হতে হবে।
৪) অন্যান্য সরকারি স্কলারশিপের জন্য আবেদন জানালে এই স্কলারশিপে আবেদন করবেন না।
৫) ৬০ শতাংশের ওপরে নম্বর পেয়ে থাকলে এই স্কলারশিপের বদলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারেন। তবে স্বামী বিবেকানন্দ ও নবান্ন স্কলারশিপ দুটোতেই আবেদন জানাবেন না।

আরও পড়ুনঃ- আধার, ভোটার, প্যান কার্ড এখন অতীত। আসতে চলেছে এই নতুন জাতীয় পরিচয়পত্র।

কিভাবে আবেদন করবেন?

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের প্রথমে wbcmo.gov.in সাইটে গিয়ে উত্তরকন্যা বা নবান্ন (যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য) স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদন পত্র ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহযোগে নির্দিষ্ট ঠিকানায় ইমেইল করে পাঠাতে হবে অথবা অফলাইনে নীচের ঠিকানায় ড্রপবক্সে আপনি দরখাস্ত জমা করতে পারেন।

ঠিকানা:-

অফলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে।

উত্তরকন্যা স্কলারশিপের জন্য পড়ুয়ারা নীচের ঠিকানায় আবেদনপত্র জমা করুন।

Uttarkanya Office, Jalpaiguri, 734015

নবান্ন স্কলারশিপের জন্য পড়ুয়ারা আবেদনপত্র নিয়ে নীচের ঠিকানায় যোগাযোগ করুন।

Nabanna Ofice, Howrah, 711102

এছাড়াও এই স্কলারশিপে আবেদনের জন্য [email protected] এই জিমেইল ঠিকানায় আপনার আবেদন পত্র ও ডকুমেন্টস স্ক্যান ও আপলোড করে পাঠাতে পারেন।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি দরখাস্তের সঙ্গে দিতে হবে।

১) উত্তরকন্যা অথবা নবান্ন স্কলারশিপের আবেদন পত্র (যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।
২) যে কোর্সে পাঠরত তার আগের কোর্সের ফাইনাল পরীক্ষার মার্কশীট।
৩) নতুন কোর্সে ভর্তির রিসিভ কপি।
৪) BDO/SDO অফিসের সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয়ের শংসাপত্র।
৫) বিধায়কের সুপারিশপত্র।
৬) Self Declaration Form.

আরও পড়ুনঃ- বড় উপহার ভারতীয় রেলের। এই রুটে প্রথম চালু হচ্ছে ইলেকট্রিক ট্রেন।

ডেডলাইন:-

নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কোনো পড়ুয়া উপরি উল্লিখিত নম্বর পেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ও স্নাতক পাসের পর ওই সংশ্লিষ্ট বছরের যেকোনো সময় এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারেন।

Nabanna/ Uttarkanya Scholarship Helpline Number:-

নবান্ন/উত্তরকন্যা স্কলারশিপ সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে (033) 2214 1902 -এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিম্নলিখিত গ্রুপে যোগ দিন।

Telegram Channel:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page