লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি নিয়ে মস্ত বড়ো আপডেট। লক্ষ্মী ভাতার টাকা বাড়ানো নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাঁড়ারে অতিরিক্ত কত টাকা বাড়তে চলেছে। বাড়তি এই টাকা কবে থেকে পাবেন বাংলার গৃহবধূরা? এই সংক্রান্ত বিস্তারিত আপডেট আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
একুশে ভোটের পূর্বে বাংলার রোজগার হীন/কম রোজগার সম্পন্ন মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। একুশে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর ক্ষমতায় এসে সেই কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটেগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলারা মাসিক ১,০০০ টাকা লক্ষ্মী ভাতা পেয়ে চলেছেন।
অন্যদিকে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা নারায়ণ ভান্ডার চালু করবে বঙ্গ বিজেপি -জনসভায় এসে বাংলার মানুষ কে এব্যাপারে আশ্বস্ত করেন পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির সভাপতি সুকান্ত মজুমদার। মমতা ব্যানার্জি পাঁচশত টাকা দিলে তাদের সরকার নারায়ণ ভান্ডার প্রকল্পে সকলকে প্রত্যেক মাসে ২,০০০ টাকা দেবে বলে ঘোষণা করেন তিনি। তবে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারও চলবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
তাই দুই প্রকল্পের রেষারেষি তে এবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি নিয়ে কৌতূহল বাড়ছে রাজ্যের মহিলাদের মধ্যে। যদিও এর আগেও লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে এক বিরাট আপডেট উঠে আসে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে। সেবারে বলা হয়, লক্ষ্মীর ভান্ডারে ২৫০ টাকা বাড়তি পাবেন রাজ্যের মহিলারা। এতে লক্ষ্মী ভাতা বৃদ্ধি পেয়ে জেনারেল কাস্টের মহিলারা ৭৫০ টাকা এবং তপশিলি মহিলারা ১,২৫০ টাকা পাবেন বলে জনশ্রুতি ওঠে।
তবে বাংলা ওয়ার্ল্ড এই বিষয়ে খোঁজ চালিয়ে জানতে পারে, লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি নিয়ে এখনই কোনো ঘোষণা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী ভাতার টাকা বৃদ্ধি নিয়ে মার্কেটে যা রব উঠেছে তা একান্তই জনগণের কৌতূহলী ভাবনা চিন্তা ও এই বিষয়ে আলোচনার ফসল। লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি নিয়ে বর্তমান কোনোরূপ আপডেট জানানো হয়নি নবান্নের তরফে। এই বিষয়ে রাজ্য সরকার কোনো আপডেট দিলে তা সর্বপ্রথম আমাদের নিউজ পোর্টালের মাধ্যমে আপনাদের জানানো হবে।
আরও পড়ুনঃ- রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। রেজাল্ট কিভাবে দেখবেন?
কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি, সরকারি ও বেসরকারি স্কলারশিপ ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে সবধরনের আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে যুক্ত হন।
টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন:- Link