গরমে বিদ্যুতের বিল কমানোর এই পদ্ধতি অবলম্বন করলে বিল আসবে অর্ধেক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিদ্যুতের বিল দিতে গিয়ে নাজেহাল অবস্থা? বিদ্যুৎ খরচের জন্য হাতে টান পড়ছে? কিছু অজানা কারণের জন্য আপনার কারেন্টের বিল বেশী আসছে। চিন্তা নেই! গরমকালে ও অন্যান্য সময় নীচের কয়েকটি উপায় অবলম্বন করলেই আপনার বিদ্যুতের বিলের পরিমাণ অনেকটাই কমে যাবে।

   

গ্রীষ্মকালে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির (এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন) ব্যবহার বেশী হওয়ায় বিল অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশী আসা স্বাভাবিক। কিন্তু বিলের পরিমাণ যদি অত্যধিক হারে বৃদ্ধি পায় তবে তা আপনার ব্যয় বাড়িয়ে দেয়। বিদ্যুৎ খরচ হ্রাস করতে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ বিল কমানোর উপায় গুলি কি কি।

ইলেকট্রনিক যন্ত্রপাতি সঠিক সময়ে ডিসচার্জ করুন:-

মোবাইল ফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এর চার্জিং সম্পূর্ণ হলে সঠিক সময়ে স্যুইচ অফ করুন। কেননা ডিভাইস ফুলচার্জ হওয়ার পরেও বিদ্যুৎ খরচ হতে থাকে। তাই এই বিষয়ে নজর রাখুন।

আরও পড়ুন: বাংলা শস্য বীমায় আবেদন করুন আর পেয়ে যান নষ্ট যাওয়া ফসলের ক্ষতিপূরণ।

কি ধরনের পার্সোনাল কম্পিউটার (PC) ব্যবহার করা উচিত?

একটি ভালো ল্যাপটপ একটি ভালো ডেস্কটপ কম্পিউটারের চেয়ে অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে। ডেস্কটপে সরাসরি বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুতের ইউনিট খরচ বেশী হয়।

এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সঠিক ব্যবহার:-

এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন আপনার বিদ্যুতের বিল অনেকটাই কমিয়ে দিতে পারে। অতিরিক্ত গরম না থাকলে এসির পরিবর্তে ফ্যান চালাতে পারেন। এসি কখনোই ২২ ডিগ্রির নীচে চালানো উচিত নয়।

চেষ্টা করুন সারা দিনে ১-২ ঘন্টা ফ্রিজ বন্ধ রাখার। ফ্রিজ সবসময় পরিস্কার রাখলে ফ্রিজ ঠান্ডা হতে কম সময় নেবে যা বিদ্যুতের বিল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

বর্ষাকাল বাদে অন্যান্য সময় খুব তাড়া না থাকলে ওয়াশিং মেশিনে জামাকাপড় শুকানো থেকে বিরত থাকুন। এর ফলে আপনার বিদ্যুতের বিল উল্লখযোগ্যভাবে কমে যাবে।

ফিলামেন্ট যুক্ত বাল্ব বনাম এলইডি বাল্ব:-

LED (Light Emitting Diode) বাল্ব এর ব্যবহার বাড়ান। ফিলামেন্ট যুক্ত বাল্বের তুলনায় এই বাল্বের আয়ু ও কার্যক্ষমতা কয়েক গুণ বেশি। পাশাপাশি অত্যধিক বিদ্যুৎ খরচ রোধ করে এলইডি বাল্ব।

Solar Panel এর ব্যবহার বৃদ্ধি:-

অপ্রচলিত শক্তির উৎস সূর্যের আলো দ্বারা সোলার প্যানেলে উৎপন্ন সৌরশক্তিকে ব্যাটারির মধ্যে আবদ্ধ করে তা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চালাতে প্রয়োগ করা হয়। বর্তমানে কৃত্রিম বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার প্যানেলের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে।

Electronic Device কেনার সময় Star Rating দেখে নেবেন:-

যেকোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনার সময় সঠিক স্টার রেটিং দেখে কিনুন। বিদ্যুতের খরচ কমাতে চাইলে উচ্চ মানের স্টার রেটিং (4.5 বা তারও বেশি) যুক্ত ডিভাইস কেনার চেষ্টা করুন। এই বিষয়ে খেয়াল রাখলে আপনার বিদ্যুতের বিল কম আসতে বাধ্য।

লাইট নির্দেশক বন্ধ রাখুন:-

গৃহস্থালির ইলেকট্রিক বোর্ডে Light Indicator টি বন্ধ রাখুন। ৩ টির মতো নির্দেশক লাইট থাকলে দৈনিক ৬০-৭০ ওয়াট মতো বিদ্যুৎ খরচ হয় যা আপনার বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয়। তাই বিদ্যুৎ খরচ রোধ করতে লাইট ইন্ডিকেটর বন্ধ করুন।

অহেতুক বিদ্যুতের অপচয় রোধ করুন:-

অনেকেই কাজ করতে করতে তাড়াহুড়োর মধ্যে লাইট, ফ্যান বন্ধ না করেই ঘর থেকে বেড়িয়ে পড়েন। কিম্বা মোবাইল চার্জে বসিয়ে চার্জিং বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এসব অভ্যাসে পরিণত হলে সারা মাসে অনেকটাই বিদ্যুতের ইউনিট খরচ বাড়িয়ে দেয় যা বিল বেশী আসার অন্যতম কারণ।

এভাবে উপরের এই কয়েকটি বিষয় নজরে রাখলে এবং ইলেকট্রনিক ডিভাইসগুলি সঠিক সময়ে বিদ্যুতের সাথে সংযোগ বিচ্ছিন্ন করলে আপনার বিল প্রায় অর্ধেক শতাংশ কমে যাবে।

Leave a Comment