আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফে গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিশিয়াল কাজকর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে যেই নথি টি তা হলো আধার কার্ড। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে আধার কার্ড রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার সূচনা করে তৎকালীন ভারত সরকার। এখনো পর্যন্ত প্রায় ১.৩ বিলিয়ন আধার কার্ড প্রক্রিয়াকরণ করা হয়েছে। ভারতবর্ষের এই আধার তথ্য যাচাইকরণ হলো বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক সিস্টেম। এবার এই আধার কার্ড নিয়েই মস্ত বড়ো আপডেট নোটিশ দিল কেন্দ্র সরকার।
আধার তথ্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে একদিকে সরকার যেমন বিভিন্ন সরকারি কার্যকলাপ (প্রকল্প, স্কলারশিপ, চাকরি ইত্যাদির সুবিধা) সম্বন্ধে জনসাধারণের ওপর সহজেই নিয়ন্ত্রণ রাখতে পারছে অন্যদিকে তেমনই আধার কার্ড নিয়ে জালিয়াতির মতো ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ভুয়ো আধার তথ্য ব্যবহারের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির একাধিক প্রকল্প বিষয়ে সুবিধা হাতিয়ে নিয়েছে চক্রান্তকারীরা। এর ফলে সরকারের কোষাগার থেকে একটা বড়ো পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এমন খবর সংবাদ শিরোনামে উঠে আসে।
আরো পড়ুন: গ্রামীণ ডাক সেবক ২০২৩ এর মেধাতালিকা প্রকাশিত। পোস্ট অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।
অনেক সময়ই দেখা যায়, কিছু সুবিধা পাওয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠান গুলি বাধ্যতামূলকভাবে আধার নম্বর দিতে বলে সুবিধাভোগীদের। হাসপাতাল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, হেল্থ ইনস্যুরেন্স ও বিভিন্ন পলিসির ক্ষেত্রেও আধার তথ্য সাবমিট করতে বলা হয়। তবে কোনোভাবে আধার তথ্যের অপব্যবহার হলে প্রতারণা বা জালিয়াতির মতো ঘটনার স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি আধার তথ্য ব্যবহার করে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর মতো মারাত্মক ঘটনারও অভিযোগ মিলেছে জনসাধারণের তরফে।
যেহেতু এখন সরকারি-বেসরকারি বিভিন্ন পরিষেবা পেতে ব্যাঙ্ক, প্যান কার্ড, হেল্থ ইনস্যুরেন্স সমস্ত ক্ষেত্রে আধার কার্ডের সাথে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে তাই এই বিপদসংকুল পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে আধার তথ্য দিতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। পাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তবে এই সমস্যা দূর করার জন্য এক বিশেষ নিরাপত্তাযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার। দেশজুড়ে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ করতে ২রা মে, ২০২৩ থেকে Masked Aadhaar ব্যবস্থা চালু করেছে কেন্দ্র সরকার।
আরো পড়ুন: বেকারদের জন্য খুশির খবর। যুবশ্রী প্রকল্পে নতুন তালিকাভূক্তরা প্রতিমাসে ১,৫০০ টাকা করে পাবেন।
এই মাস্কড আধার ব্যবস্থায় আধার তথ্যকে আংশিক লুকায়িত করতে পারবেন জনসাধারণ। Unique Identification Authority of India সূত্রে খবর, এই ব্যবস্থা প্রণয়নের ফলে আধার তথ্য সাবমিটের ক্ষেত্রে কেনো ব্যক্তি চাইলে এই Masked Aadhaar System অপশনটি বেঁছে নিতে পারেন। এই বিশেষ প্রক্রিয়ায় আপনার আধার তথ্য জমার ক্ষেত্রে ইচ্ছানুযায়ী ১২ অঙ্কের আধার নম্বর প্রকাশের পরিবর্তে প্রথম ৮ টি ডিজিট লুকায়িত (ছদ্ম আকারে) রাখতে পারেন আধার তথ্য ব্যবহারকারী। এর ফলে আধার নম্বরের প্রথম ৮ টি অঙ্ক ক্রস (x) চিহ্নিত থাকবে এবং কেবল শেশের চারটি অঙ্ক দেখা যাবে।
এই Masked Aadhaar Card System প্রণয়নের ফলে আধার কার্ড তথ্য ব্যবহার করে জালিয়াতির মতো ঘটনা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এরকম আরও নিত্যনতুন তথ্যের বিস্তারিত আপডেট পেতে নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন।
Telegram Channel:- Link
WhatsApp Group:- Link