বদলে গেল টাকা পাওয়ার নিয়ম। এক স্বাস্থ্য সাথী কার্ডে এক পরিবারের সকল মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডার।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে জুলাই মাসে বড়ো আপডেট। জুলাই মাস থেকে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম। এমাসে কবে থেকে টাকা পাবেন? কারা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না? মাসিক ভাতার পরিমাণ বাড়ানো হবে কিনা? যারা ভুল সংশোধন করেছেন এবং সঠিক নথিপত্র জমা করেছেন তারা আগের বকেয়া টাকা পাবেন কিনা সমস্ত টা নিজের মুখে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি নিচের নিবন্ধে পড়ুন।

   

এদিন জনসভায় এসে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেন, আগে ২৫-৫৯ বছর বয়সী একটি স্বাস্থ্য সাথী কার্ডের অধীনে পরিবারের একজন মহিলাই লক্ষ্মীর ভান্ডার পেতেন। কিন্তু এখন নিয়ম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন একটি স্বাস্থ্য সাথী কার্ডের অধীনে যত সংখ্যক মহিলার নাম নথিভুক্ত রয়েছে, উক্ত বয়স সীমার মধ্যে হলে সকল মা-মেয়েরাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখন লক্ষ্মীর ভান্ডারে একই স্বাস্থ্য সাথীর অধীনে উপযুক্ত সকল মহিলাই লক্ষ্মীর ভান্ডারের ৫০০, ১,০০০ টাকা করে পেতে চলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কেবল দুয়ারে সরকার ক্যাম্প থেকেই লক্ষ্মীর ভান্ডারে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডারে এখনো পর্যন্ত ১ কোটি ৯২ লক্ষ মহিলা সুবিধা পাচ্ছেন। এর জন্য রাজ্য সরকারের অর্থকোষ থেকে ৩৬,০০০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারে আবেদনকারীর সংখ্যাও ক্রমশই উর্ধ্বমুখী। যেকারণে বাড়াতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ।

আরও পড়ুনঃ- মাধ্যমিকে ৪৫-৬০ শতাংশ নম্বর পেলেই রাজ্যের এই সেরা পাঁচ স্কলারশিপে আবেদন করুন।

নবান্ন সূত্রে খবর, জুলাই মাসে তিন ধাপে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। প্রথমত যারা কোনো অসুবিধা ছাড়াই স্বাভাবিক ভাবে টাকা পাচ্ছেন। দ্বিতীয়ত, যারা নতুন আবেদন করেছেন। এবং তৃতীয়ত, যারা ভুল সংশোধনের পর আগের বকেয়া টাকা পাবেন। উপরের এই তিন ধাপে টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্যের অর্থ দপ্তর।

west-bengal-govt-lakshmir-bhandar

উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডারে সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ বিভাগ। রাজ্য সরকার সূত্রে খবর, জুলাই মাসে ৩ তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডারে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে যাবে। তবে লক্ষ্মীর ভান্ডারে মোট বরাদ্দ টাকার পরিমাণ বাড়লেও মহিলাদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধির কোনো খবর আপাতত নেই।

আরও পড়ুনঃ- পিএম কিষাণের ১৪ তম কিস্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কবে দেওয়া হবে টাকা?

লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের যাবতীয় সব প্রকল্পের লেটেস্ট আপডেট পেতে Google News ও টেলিগ্রামে আমাদের ফলো করুন।

Google News:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page