শিক্ষার্থীদের জন্য সুখবর। যেসকল পড়ুয়া পড়াশোনার জন্য স্কলারশিপের খোঁজ করছেন তাদের জন্য স্কলারশিপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সরকারের পক্ষে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে অনুরোধ করা হচ্ছে।
কেন্দ্র সরকার দেয় এই স্কলারশিপটির নাম National Scholarship। প্রত্যেক যোগ্য পড়ুয়া এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, কি কি ডকুমেন্টস প্রয়োজন ও আবেদন প্রক্রিয়া সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনা নীচে করা হলো।
আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-
• আবেদনকারীকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
• শেষ ফাইনাল পরীক্ষায় ৫০ শতাংশ বা তা বেশি নম্বর পেয়ে থাকতে হবে।
• জেনারেল, তপশিলি, ওবিসি সকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
• ছাত্র ছাত্রী উভয়ই আবেদন যোগ্য।
আরও পড়ুন: ঘরে বসেই শিশুর আধার কার্ডের জন্য আবেদন করুন খুব সহজেই। জানুন পদ্ধতি।
কোন ক্লাসের ক্ষেত্রে কোন স্কলারশিপ প্রযোজ্য?
• প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করবেন।
• একাদশ শ্রেণি থেকে পিএইচডি স্তর পর্যন্ত শিক্ষার্থীরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করবেন।
আবেদন প্রক্রিয়া:-
ন্যাশনাল স্কলারশিপের কতকগুলি ভাগ রয়েছে, যেমন- Central বিভাগে, State কোটায়, AICTE স্কীমে এবং UGC এর মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয় ছাত্র ছাত্রীদের।
এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) এর অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে নিউ রেজিষ্ট্রেশন এ ক্লিক করুন। এখন মোবাইল নম্বর, জন্ম তারিখ, আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে রেজিষ্ট্রেশন করিয়ে নিন।
এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড জেনারেট করে লগইন করুন। এবারে প্রয়োজনীয় নথি সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। সবশেষে অ্যাপ্লিকেশন সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কি কি নথি প্রয়োজন?
• পরিচয় পত্র (আধার কার্ড)।
• জন্ম প্রমাণপত্র।
• পাসপোর্ট মাপের রঙিন ফটো।
• শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট।
• নতুন কোর্সে ভর্তির স্লিপ।
• বাসস্থানের প্রমাণ।
• বার্ষিক পারিবারিক আয়ের শংসাপত্র।
• কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
গুরুত্বপূর্ণ তারিখ:-
ফি বছর সেপ্টেম্বর মাস নাগাদ এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং ৩-৪ মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। বিভিন্ন কোর্সে স্কলারশিপের পরিমাণ ও আয়ের সীমামান পরিবর্তিত হয়।
অফিশিয়াল ওয়েবসাইট:- National Scholarship Portal এর Official Website scholarships.gov.in