গ্রুপ সি চাকরিচ্যুতদের বেতন ফেরতের সিদ্ধান্ত? শূন্যপদে নতুন নিয়োগের নির্দেশ হাইকোর্টের।

রাজ্যে গ্রুপ সি পদে চাকরিতে নিয়োগ-দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের জন্য একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে কোর্ট। নতুন করে তৈরি হওয়া শূন্যপদে নিয়োগেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।চাকরি চ্যুতদের বেতন ফেরত নিয়ে আদালতের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

প্রাথমিক শিক্ষক, IX-X শিক্ষক সহ গ্রুপ ডি তে নিয়োগে বেনিয়মের জেরে আগেই চাকরি হারিয়েছেন বেশ কিছু চাকুরিজীবী। সম্প্রতি গ্রুপ সি তে ৮৪২ জন চাকরিচ্যুত হয়েছেন। গ্রুপ ডি ও নবম-দশমে চাকরি বাতিলের সংখ্যা যথাক্রমে ১,৯১১ ও ৭৭৫ জন।

সম্প্রতি চাকরি বাতিল যাওয়ার ফলে যে শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদগুলিতে অবিলম্বে অপেক্ষমাণ মেধাতালিকা (Waiting Merit list) থেকে প্রার্থী নিয়োগ করার নির্দেশ দিয়েছে বিচারপতি গাঙ্গুলি।

আরও পড়ুন: আবেদন করুন প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় এবং পেয়ে যান বার্ষিক ৬ হাজার টাকা

গ্রুপ সি তে মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, যেসকল প্রার্থী চাকরি খুইয়েছেন তারা সরকারি/কোর্টের অনুমতি ছাড়া কর্মক্ষেত্রের কোনো জিনিসে হাত দিতে পারবেন না। এমনকি কোর্টের নোটিশ ছাড়া তারা কর্মক্ষেত্রেও প্রবেশ করতে পারবেন না।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, ২০১৬ তে মোট দুই হাজার সাইত্রিশ জন প্রার্থী চাকরিতে নিয়োগপত্র পেয়েছিলেন। তার মধ্যে এবছর নিয়োগ দুর্নীতি মামলায় ৮৪২ জন চাকরি হারালেন। অভিযোগ, অনেক কম নম্বর পেয়েও অনেকেই মেধাতালিকায় প্রথমের দিকে স্থান পেয়েছেন।

একাধিক দুর্নীতির জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী দলকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার তদন্তের ভার দেন। তদন্তে উঠে আসে একের পর এক দুর্নীতির প্রমাণ। সমস্ত দুর্নীতি প্রমানিত হওয়ার পরে SSC সুপারিশ পত্র বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট।

সেইমতন মধ্য শিক্ষা পর্ষদকে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগপত্র বাতিল করতে নির্দেশ দিয়েছে এসএসসি। পাশাপাশি নতুন করে তৈরি হওয়া শূন্যপদগুলিতে ওয়েটিং তালিকা থেকে নিয়োগের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। তবে ওয়েটিং তালিকায় কেউ দুর্নীতির আশ্রয় নিয়েছেন এমন ব্যক্তিদের যাচাই করে বাদ দেওয়া হবে। যদিও চাকরি বাতিল যাওয়া প্রার্থীদের বেতন ফেরৎ নিয়ে এখনো কোনো রায় দেয়নি আদালত। এই সংক্রান্ত রায় জানার জন্য আগামী শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এমনটাই খবর গোয়েন্দা সূত্রে।

Like Facebook Page