বাড়িতে বসেই শিশুর আধার কার্ডের জন্য আবেদন করুন খুব সহজেই। জানুন পদ্ধতিI

বর্তমানে পরিচয়পত্র হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। আর এই আধার কার্ড না থাকলে সরকারি বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। আজকে আলোচনা করবো ঘরে বসেই শিশুদের আধার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। যেহেতু ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের আঙুলের ছাপ পরিবর্তন হতে থাকে, তাই ১-৫ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে নীল আধার কার্ড (Blue Aadhaar Card) তোলা হয়ে থাকে।

   

আপনার কাছে একটি স্মার্টফোন/কম্পিউটার থাকলেই শিশুর আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই নীল আধার কার্ড তোলার জন্য শিশুর অভিভাবকের আধার তথ্য জমা নেওয়া হয়।

নীল আধার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

প্রথমে myaadhar.gov.in ওয়েবসাইটে গিয়ে Book an appointment অপশনে যান। এরপর একটি নতুন পৃষ্ঠা খুলে যাবে। নীচে থাকা Select অপশনে ক্লিক করুন। যদি আপনার শহর/এলাকার নাম না থাকে তবে তার ঠিক নীচে Book an appointment at registered run aadhar seva kendra এ ক্লিক করুন। এবারে নেক্সট পেজে মোবাইল নম্বর, ক্যাপচা কোড ও OTP দিয়ে সাবমিট করুন।

আরও পড়ুন: বিজনেস আইডিয়া: আধার সেবা কেন্দ্র খুলে উপার্জন করুন ভালো পরিমাণ টাকা। বিস্তারিত জানুন।

এখন আপনার সামনে একটি নতুন পেজ আসবে, এখানে New Enrolment ও Update আধার দুটি অপশন দেখাবে। যেহেতু শিশুর নতুন আধার কার্ড তৈরি করবেন তাই New Enrolment অপশনে ক্লিক করুন। পরের পৃষ্ঠায় আবেদনকারীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, Resident Type (নাগরিকত্ব) নির্বাচন করে Save অপশনে ক্লিক করুন।

এবারে আপনার সামনে একটি নতুন ফর্ম ওপেন হবে। এখানে অভিভাবক (মা/বাবা/অন্যান্য) এর নাম, আধার নম্বর, Care of ও PIN ভালোভাবে পূরণ করুন। এরপর Relative’s Address সেকশনে আপনার গ্রাম/শহরের নাম লিখুন। কনটাক্ট নম্বর, পোস্ট অফিস, জেলা ও রাজ্যের নাম স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। নীচে ডকুমেন্টস অপশন থেকে শিশুর বার্থ সাটিফিকেট/অভিভাবকের জব কার্ড/পাসপোর্ট -আপনার কাছে যে নথিটি থাকবে সেটা সিলেক্ট করে Save and proceed করুন।

এরপর আপনার ডিভাইসের স্ক্রিনে Review and submit এর একটি পেজ আসবে। সমস্ত তথ্য ভালোভাবে খতিয়ে দেখুন এবং Check Box ক্লিক করে Submit করলেই আপনার অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে যাবে। আপনি চাইলে Application Id ডাউনলোড করতে পারেন বা নোট করে রাখতে পারেন।

কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন?

Application আইডি পাওয়ার পরে Receive Download এর পাশে Book Appointment এ ক্লিক করুন। যে পেজটি আসবে।এখানে যে আধার সেবা কেন্দ্রে যেতে চাইছেন অথবা আধার সেন্টারের নাম না জানা থাকলে পিনকোড টাইপ করে Check Details এ ক্লিক করুন। আপনার কাছাকাছি উপলভ্য আধার সেবা কেন্দ্রগুলি স্ক্রিনে ভেসে উঠবে। যে আধার কেন্দ্রে শিশুর ছবি তুলবেন তা নির্বাচন করতে সেন্টারের পাশে থাকা Book Appointment এ ক্লিক করুন।

এবার নির্বাচিত আধার সেন্টারের জন্য ছবি তোলার উপলভ্য তারিখ ও সময় সিলেক্ট করে সাবমিট করুন এবং Confirm করুন। এখন স্ক্রিনে আধার এনরোলমেন্ট স্লিপটি জেনারেট হবে। স্লিপটি ডাউনলোড ও প্রিন্ট করে নিন। এই স্লিপ নিয়েই নির্দিষ্ট সেন্টারে নির্ধারিত সময়ে যেতে হবে।

প্রয়োজনীয় নথি:-

নির্দিষ্ট দিন ও সময়ে আধার সেবা কেন্দ্রে যাওয়ার সময় অভিভাবকের আধার কার্ড, শিশুর জন্ম সার্টিফিকেট, Aadhaar Enrolment Certificate ও শিশুকে অবশ্যই নিয়ে যাবেন। শিশুর ছবি তোলা হয়ে গেলে ছবি তোলার ২ সপ্তাহের ভেতর আবেদন পত্রে উল্লিখিত ঠিকানায় নতুন আধার কার্ড পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে।

উল্লেখ্য, নীল আধার কার্ড ৫ বছর বয়স পর্যন্তই বৈধ। শিশুর বয়স ৫ বছরের অধিক হলে বায়োমেট্রিক আপডেট করে সাধারণ আধার কার্ডের জন্য আবেদন করা আবশ্যক।

Like Facebook Page