ডাক্তারীর ডিপ্লোমা কোর্স চালুর ব্যাপারে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নার্সিং ট্রেইনিং ও পুলিশ ট্রেনিং এও সময় কমানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর কে উপায় বাতলে দিলেন তৃণমূল নেত্রী। এদিন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান চিকিসালয় প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র গুলিতে ভ্যাকান্সি অনুযায়ী স্বাস্থ্যকর্মীর সংখ্যা নেহাতই কম। তাই হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র গুলিতে চিকিৎসা প্রক্রিয়ায় গতি আনতে মেডিক্যাল কলেজ গুলিতে ডাক্তারীর ডিপ্লোমা কোর্স শুরুর বিষয়ে জোড় দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি কেন্দ্রীয় কয়লা উত্তোলন কেন্দ্রগুলিতে দূর্নীতি বন্ধ করতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারীর পাঁচ বছরের কোর্স শেষে অরিজিনাল ডাক্তার যাদের আমরা পাচ্ছি, তাতে তাদের পড়াশোনা শেষ করতে, পরীক্ষার মধ্য দিয়ে যেতে অনেকটা সময় লাগছে। কিন্তু রাজ্যে যতসংখ্যক সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে এবং চিকিৎসা পরিষেবার চাহিদা অনুযায়ী স্বাস্থ্য কর্মীর চাহিদাও ক্রমশ বাড়ছে। ফলত ভবিষ্যতেও চিকিৎসার সাথে যুক্ত কর্মীদের চাহিদাও ক্রমবর্ধমান। তাই মেডিক্যাল কলেজ গুলিকে মুখ্যমন্ত্রীর পরামর্শ যদি শর্ট টার্মের ডাক্তারীর তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করা যায়। এতে সময়ও বাঁচবে এবং চিকিৎসা পরিষেবার চাহিদাও পূরণ হবে। অন্ততপক্ষে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলি যাতে ডিপ্লোমা ডাক্তারদের নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় এব্যাপারে মত পোষণ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ- কৃষকেরা পাবেন ৩ লাখ টাকা পর্যন্ত। কিষাণ ক্রেডিট কার্ডে আবেদন করুন এভাবে।
পাশাপাশি নার্সের ট্রেনিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নার্সিং ট্রেইনিং যে যে প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, যেমন- ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন দেওয়া, মেডিসিন দেওয়া ইত্যাদি কাজ গুলো ঠিকঠাক শিখতে ১৫ দিনের বেশি লাগার কথা নয় বলে জানান মুখ্যমন্ত্রী। নবান্ন অধিপতি এও বলেন, হাসপাতাল-নার্সিংহোম এ সিনিয়র নার্স তো থাকছেই। মূলত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গুলিতে যাতে তাদের দিয়ে চালিয়ে নেওয়া যায়। এতে করে সময়ও বাচে ও স্বাস্থ্য কর্মীর শূন্যপদও পূরণ হয়।
এছাড়া রাজ্য পুলিশেও ট্রেনিং এর ক্ষেত্রে সময়সীমা কে কমিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে সংশ্লিষ্ট দপ্তর কে মুখ্যমন্ত্রীর পরামর্শ, রাজ্যে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এর কনস্টেবল এর নিয়োগের ক্ষেত্রে ৭ দিনের ট্রেনিং সম্পন্ন করাক পুলিশ প্রশিক্ষণ বিভাগ। ২১ দিনের একটি ফিল্ড ট্রেনিং করারও মত রাখেন মাননীয়া।
এসবের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জে কয়লা খনি অঞ্চলে বেআইনি কারবার, চোরাচালান ও স্মাগলারদের দৌরাত্ম্য বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের তৎপর হওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী মনে করেন। কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি ও কয়লা মিনিস্ট্রি প্রশ্নবাণে বিধে মুখ্যমন্ত্রী জানান, কয়লা খনি অঞ্চলে বেআইনি কাজকর্ম গুলিকে লিগাল করে দিলে সরকারের ইনকাম জেনারেট হবে বলে মত পোষন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এইরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল ও গ্রুপে যুক্ত হোন।
টেলিগ্রাম গ্রুপ:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link