সপ্তাহ জুড়ে বন্ধ হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি। রাজ্যের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এমনই আপডেট উঠে এসেছে। এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটিও।সামনেই রয়েছে খুশির ঈদ। এরই মধ্যে Weather Alert জারি করেছে আবহাওয়া দপ্তর। অগ্রিম গ্রীষ্মের প্রচন্ড তাপপ্রবাহের কারণে নাজেহাল অবস্থা জনসাধারণের। এমতবস্থায় গরমের তীব্র দাবদাহ থেকে বাঁচতে মানুষকে বাইরে কড়া সূর্যকিরণে বেরোতে নিষেধ করেছে স্বাস্থ্য ভবন।
গতকালই গিয়েছে বাঙালির সংস্কৃতির মেলবন্ধন ও প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন। তবে বঙ্গোপসাগরে তৈরি উষ্ণ বায়ুপ্রবাহের ফলে পশ্চিমবঙ্গ সহ ভারতীয় উপমহাদেশে হিট ওয়েভ তৈরি হয়েছে। যার ফলে করুন অবস্থা হচ্ছে পথচলতি সাধারণ মানুষের। দারুণ কষ্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। বিশেষত বিদ্যালয় স্তরের ছাত্র ছাত্রীদের ভীষণ কষ্ট হচ্ছে এই তীব্র গরমে। অসহ্য গরমে ক্লান্তির ফলে অনেকেরই মাথা ঘোরার জোগাড় হচ্ছে। স্কুলের বাচ্চাদের অভিভাবকদের তরফে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন অভিযোগ এসেছে।
আরও পড়ুনঃ গ্রীষ্মকালে শীতের আমেজ! গরমের ছুটিতে আপনার নিকট এই জায়গাগুলোতে বেড়িয়ে আসুন।
উক্ত অভিযোগ খতিয়ে দেখে এবং প্রচন্ড গরমে অস্থিরতার জন্য মানবিক কারণে মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনেক ছাত্র ছাত্রী তাকে বলেছেন অসহ্য প্রচন্ড গরমে বিদ্যালয়ে যাওয়ার পথে অনেক শিক্ষার্থীরই মাথা ঘোরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমতবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তরের জারি করা Heat Wave সতর্কতার জন্য জরুরি ভিত্তিতে আগামী সপ্তাহে সোমবার ১৭ এপ্রিল থেকে থেকে শুক্রবার ২১ এপ্রিল পর্যন্ত পর্যন্ত সমস্ত বিদ্যালয়,কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এদিকে আগামী শনিবার ২২ শে এপ্রিল ইদলফেতর উপলক্ষ্যে সমস্ত সরকারি ক্ষেত্র, দপ্তর, বিভাগ ও অন্যান্য কর্মক্ষেত্র গুলিতো বন্ধ থাকছেই। সবকিছু স্বাভাবিক (পরিবেশের তাপমান) হলে পরের সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলি আবারো খুলতে চলেছে তবে এই বিষয় কোনো মন্তব্য করেননি মাননীয়া। পরিস্থিতি বুঝেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির গরমের ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, অতিরিক্ত গরমের জন্য গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার কথা চলছে। গ্রীষ্মের ছুটি মে মাসের প্রথম থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয় সিদ্ধান্ত পরে জানাবে নবান্ন।
আরও পড়ুনঃ স্নাতক যোগ্যতায় ইন্ডিয়ান ইন্সটিটিউট ফর পপুলেশন সায়েন্সে আবেদন করুন।
এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বন্ধ হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও নোটিশ দিয়ে জানানো হবে সাময়িক ভাবে স্কুল-কলেজ বন্ধ রাখার জন্য। আশা করা যায় প্রচন্ড দাবদাহের জন্য মানবিক কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা এই বিষয় অবশ্যই কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন। সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, বিশেষ প্রয়োজন ছাড়া মৌসম ভবনের জারি করা প্রচন্ড দাবদাহ ও তাপপ্রবাহের মধ্যে এদিক সেদিক ঘুরে বেড়াবেন না।