গ্র্যাজুয়েশন পাসে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ। নিয়োগ করা হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে। বেতনকাঠামো আকর্ষণীয়। কারা আবেদন করতে পারবেন, কোথায়, কিভাবে আবেদন করবেন, শূন্যপদ, আবেদনের শেষ তারিখ সম্বন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে অনুরোধ করা হচ্ছে।
কোথায় নিয়োগ করা হবে?
India Post Payment Bank এ দিল্লী শাখায় নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ করা হবে?
Manager, Senior Manager, Chief l Manager, Assistant General Manager, Deputy General Manager পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা নয়! UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটুন খুব সহজেই।
কোন দপ্তরে নিয়োগ করা হবে?
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে Information Technology, Product, Operations, Risk Management, Finance, Information Security বিভাগে নিয়োগ করা হবে।
শূন্যপদ:- মোট শূন্যপদ ৮ টি।
বেতনক্রম:-
স্কেল I এ বেতন ১,১৮,০০০ টাকা; স্কেল II এ বেতন ১,৪৭,০০০ টাকা, স্কেল III এ বেতন ১,৮৬,০০০ টাকা, স্কেল IV এ মাইনে ২,২১,০০০ টাকা, স্কেল V এ মাইনে ২,৬২,০০০ টাকা, স্কেল VI এ মাইনে ৩,২৭,০০০ টাকা এবং স্কেল VII এ বেতনক্রম ৩,৭০,০০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা:-
ম্যানেজার পদের জন্য ২৩-৩৫ বছর, সিনিয়র ম্যানেজার পদের জন্য ২৬-৩৫ বছর, চিফ ম্যানেজার পদের জন্য ২৯-৪৫ বছর, AGM পদের জন্য ৩২-৪৫ এবং DGM পদের জন্য ৩৫-৫৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনযোগ্য।
নির্দিষ্ট পদগুলোতে সংশ্লিষ্ট ক্ষেত্রে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। ইচ্ছুক প্রার্থীরা প্রথমে ippbonline.com ওয়েবসাইটে গিয়ে নাম রেজিষ্ট্রেশন করে নেবেন। এরপর প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে সাবমিট করুন। নেটওয়ার্ক এরর ঝামেলা এড়াতে শেষ তারিখের আগেই আবেদন সম্পূর্ণ করুন।
আবেদন যোগ্যতা:-
বিভিন্ন বিষয়ে স্নাতক প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। বিভাগ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার জন্য বিস্তারিত জানতে India Post Payment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
আবেদন ফি:-
জেনারেল, ওবিসি প্রার্থীদের ৭৫০ টাকা এবং SC, ST ও PWD প্রার্থীদের ১৫০ টাকা আবেদন ফি অনলাইনে দিতে হবে।
আবেদনের তারিখ:-
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২ মার্চ, ২০২৩ থেকে। রেজিষ্ট্রেশন ও আবেদন ফর্ম সাবমিট করার শেষ তারিখ ২২ মার্চ, ২০২৩ পর্যন্ত।