লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা নয়! UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটুন খুব সহজেই।

ভারতে একস্থান থেকে অন্যস্থানে ভ্রমণের সবচেয়ে সহজলভ্য মাধ্যম হলো ট্রেন। আপনি যদি নিত্যযাত্রী হন তাহলে তো লোকাল ট্রেনের কোনো বিকল্পই নেই। কম খরচে অল্প সময়ে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে। শহরে-গ্রামে প্রত্যেক দিন হাজারো মানুষ লোকাল ট্রেনকে বেঁছে নেন ভ্রমণের সুবিধার্থে। কেবল মেট্রো শহরগুলিতেই লক্ষাধিক মানুষ সফর করেন লোকাল ট্রেনে।

   

তবে সময় করে বেরোতে না পারলে কিম্বা টিকিটের লাইনে ভিড় বেশি থাকলে অনেক সময়ই মিস হয়ে যায় নির্দিষ্ট ট্রেন। এই ঝক্কি দূর করতে লোকাল ট্রেন যাত্রীদের জন্য অনলাইন টিকিট বুকিং অ্যাপ চালু করেছে ভারতীয় রেল। অ্যাপটির নাম আনরিজার্ভড টিকেটিং সিস্টেম(UTS) অ্যাপটির মাধ্যমে লোকাল ট্রেনের পেপারলেস ও পেপারপ্রিন্ট টিকিট বুক করতে পারবেন।

কিভাবে অ্যাপটি ডাউনলোড ও লগইন করবেন?

অ্যান্ড্রয়েড প্লেস্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি খুলুন। নতুন ব্যবহারকারী হলে Register অপশনে গিয়ে মোবাইল নম্বর, নাম, পাসওয়ার্ড, লিঙ্গ ও জন্মতারিখ দিয়ে রেজিষ্ট্রেশন করিয়ে নিন। এবারে পুনরায় অ্যাপটি খুলে লগইন অপশনে গিয়ে login করুন।

আরও পড়ুন: SSC MTS ও হাবিলদার পরীক্ষা হবে বাংলা সহ ১৩ টি আঞ্চলিক ভাষায়। খুশি চাকরিপ্রার্থীরা।

টিকিট কাটার পদ্ধতি:-

পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর Normal Booking এ যান। এরপর নীচে Book and Travel (Paperless) অপশন নির্বাচন করে কোন স্টেশন থেকে কোথায় যাবেন তা সিলেক্ট করুন এবং Next করুন। এবারে কতজন ভ্রমণ করবেন (Adult, Child) নির্বাচন করুন এবং নীচে থাকা Make Payment অপশনে ক্লিক করুন। আপনার সামনে ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI বেশ কয়েকটি অপশন খুলে যাবে। যেকোনো একটি নির্বাচন করুন এবং পেমেন্ট করুন। আপনি চাইলে RWallet রিচার্জ করেও পেমেন্ট করতে পারেন। পেমেন্ট সফল হলে আপনার স্ক্রিনে পেপারলেস টিকিট দেখাবে যা সংশ্লিষ্ট রেলস্টেশনে বৈধ।

এছাড়া আপনি নর্মাল বুকিং এর পরে Book & Print(Paper) অপশনে গিয়েও টিকিট কাটতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে স্টেশনে গিয়ে টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট প্রিন্ট করাতে হবে যা সময় সাপেক্ষ। এই টিকিট প্রিন্ট না করালে এর কোনো মূল্য নেই। UTS ভেন্ডিং মেশিনের সুবিধা আপাতত সীমিত কিছু মেট্রো শহরেই মিলছে। তবে প্রত্যন্ত এলাকায় ভ্রমণ করার জন্য প্রথম পদ্ধতি অবলম্বন করা শ্রেয়।

UTS অ্যাপের মাধ্যমে টিকিট কাটার শর্ত:-

• এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হলে প্রথম ও প্রধান শর্ত হল আপনার ফোনের GPS লোকেশন অন থাকতে হবে।
• গ্রামীণ এলাকায় স্টেশন থেকে ন্যূনতম ২০ কিমি দূরত্বে এবং শহরে স্টেশন থেকে কমপক্ষে ৫ কিমি দূরত্বে যাত্রা করলে তবেই টিকিট কাটা যাবে।
• টিকিট কাটার সময় স্টেশন থেকে কমপক্ষে ৩০ মিটার দূরত্বে অবস্থান করতে হবে।
• এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হলে কেবল অনলাইনেই পেমেন্ট করা যাবে।

Like Facebook Page