আধার-প্যান সংযুক্তি না করলে দিতে হবে জরিমানা। নয়া নির্দেশ কেন্দ্র সরকারের।

আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত না করলে দিতে হবে জরিমানা। এমনটাই নির্দেশ দিয়েছে Central Board of Indirect Taxes। কোনো কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও কিছু ভুলের জন্য মাশুল গুনতে হচ্ছে অনেককেই। জরিমানা থেকে রেহাই পেতে মানতে হবে সঠিক নিয়ম।

   

কেন্দ্র সরকারের নির্দেশমতো ৩১শে মার্চ, ২০২২ পর্যন্ত আধার-প্যান সংযুক্তির শেষ তারিখ ছিল। যাঁরা জুন, ২০২২ পর্যন্ত আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়েছিলেন তাদের ৫০০ টাকা জরিমানা হয়েছিল। করদাতাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হয়েছিল। পরবর্তীতে আধার-প্যান সংযুক্তির মেয়াদ ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত বর্ধিত করা হলেও জরিমানা বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়।

তবে কিছু কিছু ক্ষেত্রে আধার-প্যান সংযুক্তির ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। কোন কোন ক্ষেত্রে জরিমানা মকুব করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা আধারের সাথে প্যান সংযুক্তি করবেনই বা কিকরে সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন: আবেদন করুন বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ২৪,০০০ টাকা সহ আনুষঙ্গিক খরচ।

যেসকল ব্যক্তির ক্ষেত্রে আধার-প্যান সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়:-

• ভারতীয় নাগরিক নয় (Non Resident Indian) এমন ব্যক্তিদের ক্ষেত্রে আধার-প্যান সংযুক্তিরণ বাধ্যতামূলক নয়।
• আশি বছর বা তার উর্ধ্বে বয়স এমন ব্যক্তিদের আধারের সাথে প্যান কার্ড সংযুক্তির ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র সরকার।
• জম্মু ও কাশ্মীর, মেঘালয় ও অসম রাজ্যের বাসিন্দাদের দেরিতে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এমনকি তাদের ক্ষেত্রেও Aadhaar-Pan Link বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে আয়কর দপ্তর।

উপরের সমস্ত ক্ষেত্রে নির্ধারিত সময়ের পরেও আধারের সাথে প্যান লিঙ্ক করা যাবে।

জরিমানা দিয়ে আধারের সাথে প্যান লিঙ্ক করবেন কিভাবে?

আপনার আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য নিম্নলিখিত উপায় (ধাপগুলি) অবলম্বন করুন।

• প্রথমে https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে গিয়ে Link Aadhaar অপশনে ক্লিক করুন।
• এবার আপনার ১২ সংখ্যার আধার নম্বর ও ১০ সংখ্যার প্যান (Permanent Account Number) লিখে Validate এ যান।
• এখন একটি নতুন ট্যাব খুলবে, এখানে Continue topay through E-Pay tax এ যান।
• এরপর নতুন পেজে PAN ও মোবাইল নম্বর বসিয়ে Continue এ ক্লিক করুন।
• এরপর আপনার আধারের সাথে নিবন্ধনকৃত মোবাইল নম্বরে একটি OTP আসবে। এই ওটিপি সঠিক স্থানে বসিয়ে continue করুন।
• এবারে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে Income Tax এর অন্তর্গত Proceed এ ক্লিক করুন।
• এখন আপনার স্ক্রিনে যে পৃষ্ঠা খুলবে তাতে পেমেন্ট পদ্ধতি বেঁছে নিয়ে Continue করুন।
• এখন পেমেন্ট প্রক্রিয়া সফল হলেই আধার-প্যান সংযুক্তি সম্পন্ন হবে।

Like Facebook Page