IGNOU 2023 জুলাই সেশনে স্নাতক কোর্সে রেজিষ্ট্রেশন, ফ্রেশ আবেদন ও ভর্তির সময়-সীমা বাড়লো।

যারা ডিস্ট্যান্সে স্নাতক কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জন্য সুখবর। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন চলছে। ইগনু তে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা শেষ তারিখের আগে আবেদন করুন। কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? IGNOU তে কি কি বিষয়ে Graduation কোর্স করতে পারবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

   

Indira Gandhi National Open University হলো ভারত তথা পৃথিবীর বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়। এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা ভারত সরকার দ্বারা পরিচালিত। স্টুডেন্ট সংখ্যা নথিভুক্তিকরণের বিচারেও এই ইউনিভার্সিটি বিশ্বে বৃহত্তম। ২০২২ এর হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত রেজিস্ট্রিকৃত সক্রিয় ছাত্র- ছাত্রীর সংখ্যা ৭ মিলিয়ন পার করেছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেগুলার ও ডিস্ট্যান্স দুই মাধ্যমেই পড়ানো হলেও প্রধানত দূরশিক্ষার জন্য বিশ্ব চরাচরে ইগনুর খ্যাতি রয়েছে। UGC, AICTE, DEB ছাড়াও, ACU, AIU, NAAC এর স্বীকৃতি পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। তাছাড়া বিভিন্ন প্রজেক্ট এ UNESCO, UNICEF, WHO, SAARC ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ফান্ড পেয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে Ignou তে জুলাই সেশনে স্নাতক কোর্সে ভর্তির জন্য নোটিশ বেরিয়েছিল মে মাসে। যারা আগে থেকেই এই বিশ্ববিদ্যালয়ে পাঠরত তাদের পুনরায় রেজিষ্ট্রেশন এবং নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন এর শেষ তারিখ ছিল ৩০ শে জুন, ২০২৩ পর্যন্ত। তবে যারা ডিস্ট্যান্সে পড়বেন বলে ভাবছেন কিন্তু এখনো ভর্তি হতে পারেননি, সেইসকল শিক্ষার্থী যাতে ভর্তির সুযোগ পান তার জন্য Re Registration ও Fresh Application এর সময়সীমা বাড়িয়েছে IGNOU কর্তৃপক্ষ। পুন: রেজিস্ট্রেশন ও আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ জুলাই, ২০২৩ পর্যন্ত।

আরও পড়ুনঃ- EWS Certificate করলে চাকরি ও পড়াশোনায় ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন? কিভাবে আবেদন করবেন?

কিভাবে আবেদন করবেন?

রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:-

ইগনু তে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীরা নতুন রেজিষ্ট্রেশন এর ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটের (http://www.ignou.ac.in/) হোমপেজে এসে Register Online এর অন্তর্গত Fresh Admission এ ক্লিক করুন। এরপর Click Here For New Registration এ যান। এখন Important Instructions ভালোমতো পড়ে নাম, ইউজার নেম, Email Id, পাসওয়ার্ড, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড ভালোমতো লিখে Register অপশনে প্রেস করুলে প্রাথমিক ভাবে আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Admission Process:-

এবারে রেজিষ্ট্রেশনের মাধ্যমে পাওয়া User Id ও Password দিয়ে Register Login এ গিয়ে প্রথমে আপনি কোন কোর্সে ভর্তি হতে চাইছেন তা বাছাই করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাহায্যে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন এবং ফি পেমেন্ট এর আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করুন। কেননা ফর্ম সাবমিট করার পর কোনোরূপ সংশোধন করতে পারবেন না। আবেদনের সময় আপনি Open Distance Learning অথবা Online Learning পড়তে চাইছেন তা নির্বাচন করে নেবেন। এবং সিগনেচার, ফটো সহ সমস্ত তথ্য নির্দিষ্ট ফর্ম্যাটে আপলোড করবেন।

registration-and-fresh-application

স্টাডি সেন্টার:-

ভারববর্ষ জুড়ে প্রায় ষাট এর অধিক রিজিওনাল সেন্টার ও দুই হাজার এর অধিক স্টাডি সেন্টার রয়েছে। আবেদনের সময় আপনি কোন কোর্সে আবেদন করেছেন এবং আপনার নিকটবর্তী কোন স্টাডি সেন্টার সেই কোর্স অফার করছে তা ভালোমতো দেখে নেবেন। ভর্তি কনফার্ম হওয়ার পরে ঠিকানা পরিবর্তন বা স্টাডি সেন্টার চেঞ্জ এর জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও ভারতের বাইরে ১৫ টি দেশে ২১ টি শহরে এই বিশ্ববিদ্যালয়ের শাখা স্টাডি সেন্টার রয়েছে।

স্টাডি মেটেরিয়ালস ও ফি পেমেন্ট:-

আবেদনকারী কি মাধ্যমে (Printed Or Digital) স্টাডি মেটেরিয়াল পেতে চান তা নির্বাচন করবেন। Digital মাধ্যম নির্বাচন করলে ইগনু স্টাডি মেটেরিয়াল অ্যাপ এর মাধ্যমে পড়াশোনার যাবতীয় Study Material পেয়ে যাবেন এবং এক্ষেত্রে কোর্স ফি তে ১৫ শতাংশ ছাড় পাবেন।

আরও পড়ুনঃ- WBJEE 2023 কাউন্সেলিং প্রক্রিয়া শুরু? এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং এ অনেক নিয়ম বদলে গেল!

Admission Cancellation & Fee Refund:-

ভর্তি নিশ্চিত হওয়ার ১৫ দিন পরে শিক্ষার্থী ভর্তি আবেদন বাতিল এ ফি রিফান্ড এর জন্য আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে ৫০০ টাকা কেটে নিয়ে বাকি টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

স্নাতক কোর্স সমূহ:-

IGNOU তে বিভিন্ন স্টাডি সেন্টার কি কি কোর্স অফার করছে তার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট Study Centre এ ওই নির্দিষ্ট কোর্সে ভর্তি হতে পারবেন। দেশজুড়ে বিভিন্ন স্টাডি সেন্টারে নিম্নলিখিত কোর্স গুলিতে স্নাতক (BA/B.Sc./B.Com.) পড়তে পারবেন।

  1. BA General
  2. BA History
  3. BA Psychology
  4. B.Sc. Anthropology
  5. B.Sc. General
  6. B.Com General
  7. BA Music
  8. Bachelor of Social Working
  9. BA Tourism
  10. Bachelor of Computer Application
  11. B.Li.Sc.
  12. Bachelor of Preparatory Programme
  13. Others Course

IGNOU সম্বন্ধে অন্যান্য সমস্ত তথ্যের গুরুত্বপূর্ণ আপডেট পেতে Google NewsTelegram এ আমাদের ফলো করুন।

Like Facebook Page