WBJEE 2023 কাউন্সেলিং প্রক্রিয়া শুরু? এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং এ অনেক নিয়ম বদলে গেল!

রাজ্যের প্রবেশিকা পরীক্ষা (Joint Entrance) সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবার থেকে WBJEE এর কাউন্সেলিং প্রক্রিয়া বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। কবে থেকে শুরু হচ্ছে West Bengal Joint Entrance Exam 2023 এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়া? কাউন্সেলিং এর নিয়মেই বা কি কি পরিবর্তন হলো সেই আপডেট নিয়ে চলে এসেছি আজকের প্রতিবেদনে।

   

চলতি বছর ৩০ শে এপ্রিল অনুষ্ঠিত হয় রাজ্য বোর্ড পরিচালিত প্রবেশিকা পরীক্ষা। এবছর জয়েন্ট এন্ট্রান্স প্রার্থীর সংখ্যা ছিল ১,২৪,৯১৯ জন। তার মধ্যে ৫২,৯৪৪ জন মহিলা ও ৯১,৯৭৪ জন পুরুষ পরীক্ষার্থী ছিলেন। এছাড়াও ১ জন ট্রান্স জেন্ডার প্রার্থীও ছিলেন। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৬ শে মে, ২০২৩। WBJEE 2023 এ Rank পেয়েছেন ৯৬,৯১৩ জন প্রার্থী। এবছর পশ্চিমবঙ্গ প্রবেশিকা পরীক্ষায় পাসের হার ৯৯.৪ শতাংশ। রেজাল্টের পরে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা মুখিয়ে আছেন, কবে কাউন্সেলিং শুরু হবে এবং কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে Wbjee এর মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজ গুলিতে ছাত্র ছাত্রীদের ভর্তির জন্য সিটসংখ্যা ৩৪,৮৯১। তার মধ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসী কলেজে সিটসংখ্যা ২০৫৩। বেসরকারি কলেজ/বিশ্ববিদ্যালয়ে সিটসংখ্যা ২৮,৪৯৩ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে সিটসংখ্যা ২২৮৩ টি। তবে ফলাফল প্রকাশে পর ১ মাসের অধিক কেটে গেলেও ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ক্ষেত্রে কেন দেরি হচ্ছে এই প্রশ্নের উত্তরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, চলতি বছর ১১ জুলাই, ২০২৩ পর্যন্ত সর্বভারতীয় JEE Main ও Advanced পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন IIT, NIT ও প্রথম সারির ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলিতে কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া চলবে। তাই রাজ্যের কলেজগুলিতে wbjee এর মাধ্যমে ভর্তির জন্য কাউন্সেলিং এর তারিখ পেছানো হয়েছে।

আরও পড়ুনঃ- পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো স্কলারশিপ। শিক্ষার্থীরা প্রতি মাসে ১,০০০ থেকে ৮,০০০ টাকা করে পাবেন।

এবার WBJEE কাউন্সেলিং এ নিয়ম পরিবর্তনের বিষয়টি হলো:- উক্ত কারণবশত রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ গুলিতে কাউন্সেলিং এর তারিখ ১১ জুলাই এর পরে রাখা হয়েছে। কেননা প্রত্যেক বছর আগে কাউন্সেলিং হলে দেখা যায়, যারা পরবর্তীতে দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পায় তারা রাজ্যের কলেজের সিট ছেড়ে দেয়। ওই ছেড়ে দেওয়া সিটগুলো তখন অনেকেই ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হয়ে যায়। এই অব্যবস্থা বন্ধ করতে এবার থেকে- AIEEE এর মাধ্যমে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে কাউন্সেলিং এর পরেই রাজ্যের কলেজে WBJEE এর মাধ্যমে কাউন্সেলিং করাবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। West Bengal Joint Entrance Board এর তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই কাউন্সেলিং এর তারিখ ঘোষণা করা হবে।

wbjee-2023

রাজ্য ও দেশের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, বিজনেস, ফ্যাশন, মিউজিক ও আইন বিষয়ে পড়াশোনার এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে নীচের লিঙ্ক এর মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page