RRB NTPC নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। বিস্তারিত পড়ুন।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করলো ভারতীয় রেলওয়ে। ইস্টার্ন, সাউথ ইস্টার্ন ও মেট্রো রেলওয়ে, কলকাতা জোনে নিয়োগ বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করেছে Railway Recruitment Board, Kolkata। Non Technical Popular Category তে লেভেল ৩, ৪ ও ৫ (বিজ্ঞপ্তি নং- CEN 01/2019 NTPC) এ কর্মী নিয়োগের জন্য প্রভিশনাল রেজাল্ট বের করা হয়েছে। ৩০ মার্চ, ২০২৩ এই সংক্রান্ত নোটিশ জারি করে আরআরবি, কোলকাতা।

   

নোটিশে বলা হয়েছে লেবেল ৩, ৪ ও ৫ (কেন্দ্রীয় সপ্তম পে কমিশন অনুযায়ী) এর ক্ষেত্রে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট (ক্যাটেগরি নং- ৫), সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট কাম টিকিট ক্লার্ক (ক্যাটেগরি নং- ৬), ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট (ক্যাটেগরি নং- ৮) এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক (ক্যাটেগরি নং- ৯) পোস্টে নিয়োগের জন্য পদ অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার জন্য নির্ধারিত রেলওয়ে মেডিক্যাল হাসপাতালে প্রাথীদের উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

পাশাপাশি রেলওয়ে এনটিপিসির ৩, ৪ ও ৫ লেভেল পোস্টের জন্য গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সর্টলিস্টেড প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যদি আপনিও RRB NTPC এর দ্বিতীয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় পাস করেছেন তবে উপরোক্ত পোস্টগুলোর জন্যে প্রার্থী বাছাইকৃত তালিকায় আপনিও আছেন কিনা তা www.rrbkolkata.gov.in ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

আরও পড়ুন: তারবন্দি যোজনায় আবেদন করুন আর পেয়ে যান এককালীন ৪০,০০০ টাকা। আবেদন প্রক্রিয়া জানুন।

প্যানেলে চাকরিপ্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। তালিকায় যেসকল প্রার্থীর রোল নম্বর রয়েছে তাদের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। রেলওয়ের তরফে পরিস্কার জানানো হয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন কিম্বা শারিরীক পরীক্ষায় পাস করলেই তা চাকরি পাওয়াকে নিশ্চিত করে না। যদি পরীক্ষা চলাকালীন কোনো কারণে কোনো অসঙ্গতি ধরা পরে কিম্বা রেলওয়ে বোর্ডের ভুলবশত (কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রযুক্তিগত সমস্যার দরুন) Printing Mistake হয়ে থাকে তবে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া আইনত বাতিল করার বা অবৈধ ঘোষণা করার সম্পূর্ণ অধিকার রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের।

এছাড়াও ৩১ মার্চ, ২০২৩ তারিখে আরও একটি নোটিশ জারি করা হয় রেলওয়ের তরফে। বলা হয় ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে কোলকাতা ও চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এ লেভেল ৩ এবং ২ (বিজ্ঞপ্তি নং- CEN 01/2019 NTPC, 7th CPC) এর ক্ষেত্রে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক (ক্যাটেগরি নং- ৯), অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট (ক্যাটেগরি নং- ১০), জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট (ক্যাটেগরি নং- ১১), জুনিয়র টাইম কিপার (ক্যাটেগরি নং- ১২) এবং ট্রেন ক্লার্ক এর জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন/স্কিল টেস্ট ও শারিরীক পরীক্ষার জন্য নির্দিষ্ট তারিখে নির্ধারিত রেলওয়ে হাসপাতালে উপস্থিত হতে হবে সর্টলিস্টেড প্রার্থীদের।

rrb-ntpc

রেলওয়ে প্রকাশিত নোটিশে সাফ জানিয়ে দিয়েছে, চাকরির নিয়োগ সংক্রান্ত ভেরিফিকেশন থেকে শুরু করে মেডিক্যাল পরীক্ষা সমস্ত কিছু রেলওয়ে বোর্ড দায়িত্ব নিয়ে সম্পন্ন করবে। রেলওয়ে আপডেট সংক্রান্ত কোনোরূপ দ্বিতীয় কোনো ভুয়ো সংস্থার খপ্পর থেকে চাকরিপ্রার্থীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে রেলওয়ে বোর্ড। রেলওয়ে নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তির জেক্সপো২০২৩ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু?

এই নোটিশে আরও জানানো হয়েছে সমস্ত পোস্টের ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে ফাইনাল মেধা তালিকা তৈরি করা হবে (ইতিমধ্যেই অন্যান্য লেভেলের পোস্টে সম্পন্ন হয়েছে)। চলতি বছরেই সেই প্যানেল থেকেই অবশিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেলওয়ে। উল্লেখ্য ২০১৯ সালে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে প্রায় ৩৫,২৭৭ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বের করে রেলওয়ে। যার প্রথম পর্বের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় ২৮ ডিসেম্বর, ২০২২ থেকে ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত।

এরপর দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পর্ব চলে ৯ মে-১২ আগস্ট, ২০২২ পর্যন্ত। গত ৩০ জুলাই, ২০২২ থেকে স্কিল টেস্ট শুরু হয়ে চলতি বছর ফেব্রুয়ারী থেকে RRB NTPC তে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

করোনার জন্য দ্বিতীয় রেলওয়ে নিয়োগ প্রক্রিয়া (প্রথম নিয়োগ প্রক্রিয়া ২০১৮ তে হয়েছিল) দেরিতে সম্পন্ন হলেও বিগত কয়েক বছরে রেলওয়েতে যে বিশাল শূন্যপদ তৈরি হয়েছিল (প্রায় ৩ লাখ) – ২০১৯ লোকসভা ভোটের আগে তিনটি ধাপে তা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাই যারা রেলওয়ে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো চাকরি পাননি- তৃতীয় ধাপের রেলওয়ে বিজ্ঞপ্তি কবে বেরোবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভবিষ্যৎ চাকরিপ্রার্থীরা।

Like Facebook Page