যে যেখানেই থাকুন না কেন, শারদীয়া এলেই বিশ্বজুড়ে বসবাসকারী বাঙালিরা প্রায় সকলেই ঘর মুখী হন। চারিপাশ উৎসব মুখরিত হতে থাকে। পুজোর এই কটা দিন অন্যান্য কাজকর্ম থেকে ছুটি নিয়ে সকলে মিলে একটু ঘোরাঘুরি, শপিং, খাওয়া দাওয়া ও গেট টুগেদার হওয়া বাঙালির রক্ত ও স্বভাবে মিশে আছে। অনেকেরই প্রয়োজনীয় কিছু কাজ থাকলেও অন্তত এক-দুইদিন কাজ থেকে একটু বিরতি নিয়ে চলে আসেন বন্ধু ও প্রিয়জনদের সাথে সময় কাটাতে। পরিবারকে কিছুটা সময় দিতে।
মহালয়ার ভোরে উঠে রেডিও কিম্বা টেলিভিশনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় সেই আবেগ ও অনুভূতি মিশ্রিত দেবী দুর্গার মহিষাসুর মর্দিনীর শিহরণ স্পন্দিত স্তোত্র আজও বাঙালির পুজো প্রস্তুতির অংশে ও অঙ্গে লেগে রয়েছে। পুজোর দিনগুলোতে শরতের আভা মেশানো সকালে শিউলির সুবাস ছড়িয়ে পড়ে চতুর্দিকে। বোধনকালে বেজে ওঠে মঙ্গল শঙ্খধ্বনি। বছরের এই চারটি দিন বাপের বাড়িতে থাকতে সন্তানদের নিয়ে কৈলাস থেকে উমা আসেন গিরিরাজের গড়ে। আর আমাদের ধরাধামে মা আসেন মূর্ত প্রতীক হয়ে। কেবল ‘মা আসছে’ এই দুটি শব্দ শোনার জন্য সমগ্র বাঙালি জাতি গোটা একটা বছর অনায়াসেই পার করে ফেলতে পারেন।
আরও পড়ুনঃ- আবারও বাতিল হলো আটটি ব্যাঙ্কের লাইসেন্স। টাকা ফেরত পাবেন?
২০২৩ সালের দুর্গা পুজোর সময়সূচি একনজরে:-
১) ২৬ শে আশ্বিন, ১৪ ই অক্টোবর, ২০২৩, শনিবার:- মহালয়া।
২) ১ লা কার্তিক, ১৯ শে অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার:- মহাপঞ্চমী।
৩) ২ রা কার্তিক, ২০ শে অক্টোবর, ২০২৩, শুক্রবার:- মহাষষ্ঠী।
৪) ৩ রা কার্তিক, ২১ শে অক্টোবর, ২০২৩, শনিবার:- মহাসপ্তমী।
৫) ৪ ঠা কার্তিক, ২২ শে অক্টোবর, ২০২৩, রবিবার:- মহাষ্টমী।
৬) ৫ ই কার্তিক, ২৩ শে অক্টোবর, ২০২৩, সোমবার:- মহানবমী।
৭) ৬ ই কার্তিক, ২৪ শে অক্টোবর, ২০২৩, মঙ্গলবার:- মহাদশমী।
৮) ৭ ই কার্তিক, ২৫ শে অক্টোবর, ২০২৩, বুধবার:- একাদশী।
শাস্ত্রমতে, এই বছর দেবীর ঘোটকে অর্থাৎ ঘোড়ার পিঠে আগমন হবে। ফল ছত্রভঙ্গ। মা দুর্গার গমনও হবে ঘোড়ার পিঠে চড়েই। অর্থাৎ এবছর পৃথিবীতে জ্বরা, ব্যাধি, মৃত্যু লেগেই থাকবে। তবে যাইহোক, মা মর্ত্যবাসীকে এই গভীর সমস্যা থেকে মুক্তির জন্য নিশ্চয় কোনো দিশা দেখাবেন। এই আশায় দিন গুনছে বাঙালিরা।
আরও পড়ুনঃ- মাধ্যমিক পাস করলেই ১০,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত জানুন।
লাইফস্টাইল, বিনোদন ও স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link