আধার সেবা কেন্দ্র খুলে আয় করুন ভালো পরিমাণ টাকা। বিস্তারিত জানুন।

ভারতে অফিশিয়াল কাজকর্মের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। আধার তথ্য ব্যবহার করেই ব্যাঙ্কের টাকা তোলা থেকে শুরু করে রেশন সামগ্রী বিতরণ, মোবাইলের সিমকার্ড পোর্ট থেকে শুরু করে আয়কর প্রদান সমস্ত কাজ সম্পাদন করা হয়। তবে ১৪০ কোটির দেশে আধার সংক্রান্ত ভুল ভ্রান্তিও রয়েছে অজস্র।

   

যদিও এতদিন আধার সংক্রান্ত ভুল সংশোধনের দায়িত্ব ছিল কেবল ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলির ওপর। তবে এখন তথ্য মিত্র কেন্দ্র ও CSC/CSP (Customer Service Point) গুলিকে ধাপে ধাপে এই দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। আপনার যদি CSP রয়েছে এবং আধার সেবা কেন্দ্র খুলতে চাইছেন তবে নিম্নের প্রক্রিয়া অনুযায়ী আপনি মানুষকে আধার পরিষেবা প্রদান করতে পারবেন এবং ভালো পরিমাণ টাকা রোজগার করতে পারবেন।

আধার পরিষেবা সংক্রান্ত আইডি কি?


আধার পরিষেবা প্রদানের জন্য আপনাকে ভারত সরকারের সংস্থা UTIITSL থেকে আধার সার্ভিস প্রোভাইডারের ফ্র্যাঞ্চাইজি নিতে হবে। এর জন্য প্রথমে UTI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Aadhaar Services’ এ ক্লিক করুন। এর অধীন ‘Service Available and Fees’ এ ক্লিক করুন। এবারে আধার সংক্রান্ত যে যে পরিষেবাগুলি মানুষকে দিতে পারবেন তার তালিকা সার্ভিস চার্জ সহ নীচে পাবেন।

আরও পড়ুন: পুরোনো নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার মাঝেই ২০২৩ টেট নিয়ে নতুন ঘোষণা।

এখন আপনি যদি আধার সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেন তাহলে ‘Aadhaar Services’ এর অন্তর্গত ‘Aadhaar Centre Locator অপশনে যান। এবার Select centre এ ক্লিক করুন। কিছু লোকেশন দেখাবে। এগুলি আসলে UIDAI এর রিজিওনাল অফিস। আপনার কাছাকাছি একটি লোকেশন নির্বাচন করুন। যে ঠিকানা দেখাবে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে।

পরিষেবা ও সার্ভিস চার্জ:-


• Aadhaar Enrolment (Adult/Child), Free
• Mandatory Biometric Update (MBU alon with demographic update), Free
• Full Biometric with/ without demographic update, Rs- 100
• Only demographic update, Rs- 50
• e-Aadhaar download and colour print on A4 sheet, Rs- 30

পরীক্ষা ও যোগ্যতা:-

National Stock Exchange of India Limited আধার সেবা কেন্দ্র খোলার জন্য আগ্রহী প্রার্থীদের ১) অপারেটর ও ২) সুপারভাইজার পদে দুই ধরনের পরীক্ষা নিয়ে থাকে। আধার অপারেটরের পরীক্ষা দিলে কেবল Child Aadhaar সংক্রান্ত পরিষেবা দেওয়া যাবে কিন্তু আধার সুপারভাইজার পদের পরীক্ষা দিলে সমস্ত রকম (Child/Adult) পরিষেবা প্রদান করতে পারবেন।
এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদনকরারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং প্রার্থীর বয়স ১৮ বছর বা তদূর্ধ্বে হতে হবে। সেইসঙ্গে প্রার্থীর আধার কার্ড, মোবাইল নম্বর ও বৈধ ইমেইল আইডি থাকতে হবে। পুরুষ মহিলা সকলে ‘আধার সেবা কেন্দ্র’ খোলার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:-

আধার সার্ভিস প্রোভাইডারের পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে uidai.nseitexams.com এই ওয়েবসাইটে যান। প্রথমে ‘create new user’ অপশনে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন। এরপর সেই User Id ও Password দিয়ে সাইনইন করুন।
এখন পরীক্ষা কেন্দ্র নির্বাচন করুন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে পূরণ করুন। এবারে ৪৭০ টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। যারা দ্বিতীয় বার পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে ২৩৫ টাকা দিতে হবে। পরীক্ষার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে Admit Card ডাউনলোড করা যাবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত:-

আধার অপারেটর পরীক্ষায় ৩৫ টি প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান ১। মোট সময় ৫০ মিনিট। সার্টিফিকেট পাওয়ার জন্য ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। আর সুপারভাইজার পরীক্ষায় ১১০ টি প্রশ্ন করা হবে ১ নম্বরের। এর জন্য ১১০ মিনিট সময় পাবেন। ৭০ শতাংশ নম্বর পেলে সার্টিফিকেট পাবেন। পরীক্ষায় আধার সংক্রান্ত বিভিন্ন তথ্য, Biometric Device, Computer সম্বন্ধে নানান প্রশ্ন থাকবে। পশ্চিমবাংলার পরীক্ষার্থীরা বাংলায় পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার সময় আধার কার্ড, ও অ্যাডমিট নিয়ে যাবেন। পরীক্ষা কেন্দ্রে User Id ও Password দিয়ে লগইন করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই আপনাকে সংশ্লিষ্ট সার্টিফিকেট প্রদান করা হবে। তবে উপরের ওয়েবসাইট থেকেও এই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

Like Facebook Page