মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে বড়ো ভুল। পরীক্ষার্থীরা সবাই বাড়তি নম্বর পাবেন।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় বড়সড় গোলযোগ। মাধ্যমিকের ফলাফল ঘোষণার প্রাক লগ্নে মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত মস্ত বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এসেছে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ে প্রশ্নপত্রে মারাত্মক রকম ভুলের অভিযোগ করেন রাজ্যেরই গণিত বিষয়েরই শিক্ষক। তিনি ওই ভুল প্রশ্নের প্রাপ্য নম্বর সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদের কাছে। বাড়তি ওই নম্বর দিয়ে দিলে শিক্ষার্থীদের গড় নম্বর বাড়ার পাশাপাশি মাধ্যমিকে পাশের হারও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

   

২৩ শে ফেব্রুয়ারী থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবারের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম মারফত উঠে আসা আপডেট অনুযায়ী ১৫ থেকে ১৭ই মে মাধ্যমিকের ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে সাম্প্রতিককালে উঠে আসা আপডেট অনুযায়ী, মাধ্যমিকে গণিতের এই প্রশ্ন নিয়ে হইচই পড়ে গিয়েছে শিক্ষামহলে। প্রশ্নটি ছিল এইরূপ- প্রমান করো যে, বৃত্ত মধ্যস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। গণিতের উপপাদ্য অনুযায়ী যা একপ্রকার অসম্ভব ব্যাপার।

আরও পড়ুনঃ মাধ্যমিকে সবাই পাস। মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে দশমের ফলাফল।

এই প্রসঙ্গে রাজ্যের এক গণিত শিক্ষক আব্দুল হালিম শেখ পর্ষদের এই প্রশ্নের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, এটা সত্য নয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের হয়ে লড়ে তাদের ওই ভুল প্রশ্নের প্রাপ্য নম্বর দিয়ে মাধ্যমিকে নম্বর বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন গণিত শিক্ষক আব্দুল হালিম শেখ। ২০২৩ সালের যেসকল মাধ্যমিক পরীক্ষার্থী ২.১০ এর প্রশ্নের উত্তর কষেছেন বা কোনো প্রকারে ওই প্রশ্ন Attend করেছেন তাদের ওই ভুল প্রশ্নের প্রাপ্য নম্বর ছাত্র ছাত্রীদের দিয়ে দেওয়ার কথা বলেছেন ওই শিক্ষক।

wbbse-2023-math-question-paper

সমস্ত বিষয় যাচাই ও নিরিক্ষার পরেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে দেয়, যেসমস্ত মাধ্যমিক শিক্ষার্থী ওই সংশ্লিষ্ট প্রশ্নটি কোনোভাবে পরীক্ষায় করে এসেছেন তাদের সবাইকে ওই বেঠিক প্রশ্নের প্রাপ্য ২ নম্বর দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ। এই নম্বর বাড়ার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের মোট নম্বর তো বৃদ্ধি পাবেই। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার Rank ও পাসের হারেও বিশাল পরিবর্তন দেখা দেবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের জন্য খুশির খবর। এক লাফে ১৭১ টাকা কমলো রান্নার গ্যাসের দাম।

সম্প্রতি মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত মার্কশীট প্রিন্টিং এর কাজও শুরু করে দিয়েছিল West Bengal Board of Secondary Education। তবে গণিত প্রশ্নে মাধ্যমিকে নম্বরের বিস্তর ফারাকের (পরিবর্তনের) জন্য রেজাল্ট প্রকাশে দিনক্ষণ পরিবর্তিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। তবে মাধ্যমিকের ফলাফল প্রকাশে কোনোরূপ নির্দিষ্ট তারিখ ঘোষনা করেনি রাজ্য মাধ্যমিক বোর্ড।

প্রকল্প, চাকরি ও স্কলারশিপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যের খুটিনাটি আপডেট পেতে নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমাদের Telegram Channel ও WhatsApp Group এ জয়েন হোন।

টেলিগ্রাম চ্যানেলঃ- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপঃ- Link

Like Facebook Page