কমন সার্ভিস সেন্টার খুলে মাসে ৫০,০০০ টাকা আয় করুন। আবেদন পদ্ধতি জানুন।

আপনি কি Common Service Centre খুলতে চাইছেন? কিভাবে খুলবেন? CSC আইডি এর জন্য কিভাবে আবেদন করতে হয়? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? কারা আবেদন করতে পারবেন? আবেদনের কত দিনের মধ্যে কমন সার্ভিস সেন্টার খুলতে পারবেন? সিএসসি এর মাধ্যমে কাস্টমারদের কি কি পরিষেবা দিতে পারবেন? পরিষেবা প্রদানের মাধ্যমে মাসে কত টাকা আয় করতে পারবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্যের খুটিনাটি আপডেট নীচে আলোচনা করা হলো।

   

কমন সার্ভিস সেন্টার খোলার জন্য প্রয়োজনীয় শর্ত:-

  • আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
  • যে এলাকায় CSC টি খুলতে চাইছেন সেই এলাকার লোকাল বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর অবশ্যই কোনো দোকান থাকতে হবে।
  • উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  • আধারের সাথে মোবাইল নম্বর ও ইমেইল আইডি লিঙ্ক করা থাকতে হবে।

CSC ID আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:-

  • পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
  • প্যান কার্ড।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
  • TEC ( Telecommunication Equipments Certificate) সার্টিফিকেট।

আরও পড়ুনঃ- মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড়ো ভুল পর্ষদের। সকলকে নম্বর দিয়ে দেওয়া হবে।

CSC সেন্টারের মাধ্যমে গ্রাহকদের কোন কোন পরিষেবা দিতে পারবেন?

সিএসসি সেন্টার খোলার মাধ্যমে গ্রাহকদের আপনি নিম্নলিখিত সার্ভিসগুলি প্রদান করতে পারবেন।

  • আধার কার্ড সার্ভিস।
  • ভোটার কার্ড সার্ভিস।
  • প্যান কার্ড সার্ভিস।
  • ফিনান্সিয়াল সার্ভিস।
  • হেল্থ সার্ভিস।
  • মোবাইল এবং DTH রিচার্জ।
  • বিল পেমেন্ট।
  • শিক্ষা সংক্রান্ত পরিষেবা।
  • ব্যাঙ্কিং সার্ভিস।
  • ইনস্যুরেন্স।
  • পাসপোর্ট সার্ভিস।

আইডি পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া:-

CSC আইডিতে আবেদনের জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট এসে Apply এর অন্তর্গত New Registration বাটনে ক্লিক করবেন। এরপর উপরের অপশনে CSC VLI সিলেক্ট করে TEC সার্টিফিকেট নম্বর, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড বসিয়ে Submit করবেন। এখন আপনার মোবাইল নম্বরে প্রেরিত OTP বসিয়ে দেবেন। তারপর আপনার ইমেইল আইডি দিতে হবে। ইমেইল আইডিতে পাঠানো ওটিপি যথাস্থানে বসিয়ে ক্যাপচা কোডটি লিখে সাবমিট করুন।

পরবর্তী পেজে আধার নম্বর, লিঙ্গ, জন্ম তারিখ, জেলা, লোকেশন ও Authentication Type নির্বাচন করে এবং ক্যাপচা লিখে ও চেকবক্স ক্লিক করে সাবমিট করুন। এখন যে নতুন পৃষ্ঠা ওপেন হবে তাতে OTP অপশন সিলেক্ট করুন। SMS ও Email এর চেকবক্স টিক চিহ্ন দিয়ে Generate OTP এ সিলেক্ট করুন। এখন যথাস্থানে ওটিপি দিয়ে Validate OTP এ ক্লিক করবেন।

এবারে পরবর্তী পৃষ্ঠা ওপেন হলে আবেদনকারীর ছবি স্ক্যান করে নেবেন, Kisok এর স্থানে দোকানের নাম বসিয়ে জেলা ও রাজ্য নির্বাচন করবেন। এরপর আপনার Postal Address ও Police Station Address লিখে আপনার দোকানের লোকেশন নির্বাচন করে Latitude ও Longitude বসিয়ে দেবেন।

এখন প্যান তথ্য দিয়ে ভেরিফাই করে নেবেন। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস পূরণ করে Cancelled Check টি jpeg ফর্ম্যাটে আপলোড করে দিবেন। এর নীচে KYC ডকুমেন্টস এ আপনার আধার কার্ডটি আপলোড করে দেবেন। এবং চেকবক্স রাইট চিহ্ন দিয়ে সাবমিট করলেই CSC আইডির জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর কম্পিউটার ভিত্তিক অ্যাপ্লিকেশন ফর্মটি জেনারেট হবে যেখানে Application Number টি উল্লেখ করা থাকবে। এটি সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যৎ রেফারেন্সের জন্য।

আরও পড়ুনঃ- ICCR স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে পাবেন ২৫,০০০ টাকা। সকল ছাত্র-ছাত্রী পড়ুন।

আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনার CSC আইডি অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় আছে তা দেখার জন্য ওয়েবসাইটের হোম পেজে এসে Apply এর অন্তর্ভুক্ত Status Check এ ক্লিক করুন। এখন যে পেজটি ওপেন হবে তাতে Application ID দিয়ে সাবমিট করলে আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা তা দেখতে পারবেন।

CSC ID ও Password কিভাবে পাবেন?

আবেদনের মোটামুটি ২-৩ মাসের মধ্যে District Manager আপনার সাথে যোগাযোগ করে আপনার দোকান পরিদর্শনে আসবেন। এরপর ১৫ দিন থেকে একমাসের মধ্যে আবেদনের সময় দেওয়া ইমেইল আইডিতে CSC ID ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। ২-৩ মাসের মধ্যে ডিস্ট্রিক্ট ম্যানেজার দোকান ভিজিট করতে না আসলে আপনাকেই DM এর সাথে যোগাযোগ করতে হবে।

এভাবে CSC আইডি ও পাসওয়ার্ড পাওয়ার পর প্রতিটি পরিষেবার জন্য উপযুক্ত অর্থ চার্জ করে মাসে ৩০ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনি।

টেলিগ্রাম চ্যানেল:- লিঙ্ক

Like Facebook Page