মধ্যবিত্তদের জন্য খুশির খবর। এক লাফে অনেকটাই কমলো এলপিজি সিলিন্ডারের দাম। রান্নার গ্যাসের বাণিজ্যিক (Commercial LPG Cylinder) উদ্দেশ্যে ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডার ও খুচরো (Retail Sale Price) গ্যাসের ক্ষেত্রে এই মূল্যহ্রাস হয়েছে। গ্যাসের দামে মূল্যহ্রাসের আপডেট নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। উক্ত দুই ক্ষেত্রেই গ্যাসের দাম কমেছে ১৭১ টাকা ৫০ পয়সা। পয়লা মে থেকেই এই মূল্য কার্যকর হয়েছে দুই গ্যাসের বিক্রির ক্ষেত্রে।
পয়লা মে এর আগে পর্যন্ত রাজ্যে শিল্পের উদ্দেশ্যে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও কমার্শিয়াল উদ্দ্যেশ্যে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ১৩২ টাকা। এদিন গ্যাসের মূল্য হ্রাস পাওয়ায় ওই দুই গ্যাসের দাম ১ হাজার ৯৬০ টাকা ৫০ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। তবে Commercial ও Industrial উদ্দেশ্যে ব্যবহৃত গ্যাসের দাম কমলেও মূল্য হ্রাস হয়নি গার্হস্থ্য রান্নার গ্যাস (Domestic Gas Cylinder) সিলিন্ডারের দামে। রাজ্যে ১৪.২ কেজি গৃহস্থালির কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের অপরিবর্তিত দাম এক হাজার একশো ২৯ টাকা রয়েছে।
আরও পড়ুনঃ- মাধ্যমিকে সবাই পাস। মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে দশমের ফলাফল।
তবে ঘরোয়া উদ্দেশ্যে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে মূল্যহ্রাস না হলেও ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে বিরাট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। গার্হস্থ্য রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্র জানিয়েছে, যেসকল গ্রাহক উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন তারা আগামী আরও এক বছর ধরে দুইশত টাকা ভর্তুকি পেতে থাকবেন। কেন্দ্রের এই ঘোষণায় বহুলাংশে খুশি রাজ্যের মধ্যবিত্ত পরিবার গুলি।
উজ্জ্বলা যোজনায় কম আয়যুক্ত গ্রামীণ এলাকার পরিবারগুলির মহিলাদের নামে ওভেন ও সিলিন্ডার সহ এককালীন বিনামূল্যে রান্নার গ্যাস পরিষেবা প্রদান করে থাকে কেন্দ্র সরকার। প্রথম সিলিন্ডারের পরবর্তী সিলিন্ডারগ গুলি সাধারণ গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য দিয়েই কিনতে হয়। তবে অন্যান্য ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ক্রয় করলে ভর্তুকি না দেওয়া হলেএ গার্হস্থ্য রান্নার গ্যাসের ক্ষেত্রে ২০০ টাকা ভরতুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ- ICCR স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে পাবেন ২৫,০০০ টাকা। সকল ছাত্র-ছাত্রী পড়ুন।
আগামী এক বছর এই ভর্তুকি পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে কেন্দ্র। এভাবে একবছরে সর্বোচ্চ ১২ টি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এই ভর্তুকি পাওয়া যাবে। এর ফলে দেশের প্রায় ৯ কোটি ৬০ লাখ মহিলা উপভোক্তা উপকৃত হবেন বলে কেন্দ্র সূত্রে খবর।
প্রকল্প, চাকরি ও স্কলারশিপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যের খুটিনাটি আপডেট পেতে নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমাদের WhatsApp Group ও Telegram Channel এ জয়েন হোন।
হোয়াটসঅ্যাপ গ্রুপঃ- Link
টেলিগ্রাম চ্যানেলঃ- Link