বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ।টেট নিয়ে নতুন নির্দেশ বিচারপতি তালুকদারের।

৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তের ওপর বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকছে বলে জানিয়েছে রাজ্যের উচ্চ আদালত। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ কে শূন্যপদে টেট এর নতুন নিয়োগের সময়সীমা অগাস্ট পর্যন্ত বর্ধিত করার নির্দেশ দিল হাইকোর্ট।

   

উল্লেখ্য কিছুদিন আগেই প্রাথমিকে নিয়োগ মামলায় ২০১৬ মেধাতালিকা থেকে ২০১৭ সালে নিযুক্ত হওয়া ছত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বিচারে দুটি রায় দেন বিচারপতি গাঙ্গুলি। একটি ৩৬,০০০ চাকরি বাতিল। অন্যটি তিন মাসের শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ। তার মধ্যে দ্বিতীয় রায়টি তে সমর্থন জানালেও প্রথম রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা কারা ঘর পেলেন স্ট্যাটাস চেক করে বুঝে নিন? স্ট্যাটাস চেক করার পদ্ধতি  জানুন।

জাস্টিস গাঙ্গুলির এজলাসে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বত্রিশ হাজার শিক্ষকের এখনই চাকরি বাতিল নয়। যারা ২০১৭ তে নিয়োগের সময় অপ্রশিক্ষিত ছিল, চাকরি অব্যাহত রাখতে তাদের নতুন করে Interview ও Aptitude Test এর মধ্য দিয়ে যেতে হবে। তবে রায় এ নতুন নিয়োগের জন্য সময়সীমাও আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন জাস্টিস তালুকদার। বিচারের সিদ্ধান্তে বলা হয় উক্ত ৩২,০০০ প্রাথমিক শিক্ষক এই তিনমাস আগের মতোই বিদ্যালয়ে যাবেন, ক্লাস করাবেন। এমনকি সহশিক্ষকের সমার হারে বেতনও পাবেন তারা।

wbbpe-tet

তবে বিচারপতি গাঙ্গুলির দ্বিতীয় রায়টি সমর্থন করেছেন জাস্টিস সুব্রত তালুকদার। অভিজিৎ বাবুর এই রায়কে সমর্থন জানিয়ে তিনি জানান, আগামী তিনমাসের মধ্যে প্যানেল থেকে নতুনভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে হবে। তখন ২০১৬ মেধাতালিকার বিএড ছাড়াই যারা চাকরি পেয়েছিলেন তারাও ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষক হওয়ার জন্য ওই শিক্ষকদের প্রয়োজনীয় যোগ্যতা প্রমাণ করতে হবে। তবেই তাদের চাকরি অক্ষত থাকবে বলে জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ- মাধ্যমিক ২০২৪ নিয়ে বড়ো ঘোষণা পর্ষদের। এগিয়ে এলো পরীক্ষার দিন।

প্রাথমিকে টেট মামলা ও নতুন নিয়োগ সংক্রান্ত আরও অন্যান্য সব নিত্যনতুন খবরের লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page