ট্রেনের তৎকাল টিকিট অনলাইনে কাটার পদ্ধতি এবং কনফার্ম টিকিট কিভাবে পাবেন জানুন বিস্তারিত।

ভারতে বেশী দূরত্বে ভ্রমণের জন্য সবচেয়ে সহজলভ্য মাধ্যম হলো ট্রেন। আর অনেক সময় কোনো স্থানে তড়িঘড়ি রওনা হওয়ার জন্য আমাদের তৎকাল টিকিট প্রয়োজন হয়। এর জন্য আমাদের সংরক্ষণ টিকিট কাউন্টারের চক্কর কাটতে হয়। যদিও তৎকালীন টিকিট যাত্রা শুরুর ২৪ ঘন্টা আগে কাটতে হয়। আজ আলোচনা করবো বাড়িতেই ট্রেনের তৎকাল ও কনফার্ম টিকিট কিভাবে কাটবেন।

   

বর্তমানে ট্রেনের অনলাইন টিকিট বুকের জন্য দুটি অ্যাপের প্রচলন খুব বেশি। একটি UTS ও অন্যটি IRCTC। প্রধানত UTS এর মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটা যায় যেখানে IRCTC অ্যাপের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে থাকেন যাত্রীরা। অন্যান্য Railyatri, ConfirmTkt এমন বহু প্ল্যাটফর্ম (অ্যাপ) থেকেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা গেলেও সবগুলি অ্যাপই Back Link এর মাধ্যমে IRCTC এর সািটে প্রবেশ করায়।

IRCTC রেজিষ্ট্রেশন ও লগইন:-

আপনি যদি প্রথম এই অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটেন তবে প্রথমে User Name, Password, Language ও Security Questions & Answers লিখুন। এরপর Personal Details ও Address বসিয়ে Registrar অপশনে ক্লিক করুন। এখন Account তৈরি হয়ে গেলে হোমপেজে গিয়ে ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা লিখে Sign in করুন।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডে আবেদন ও পাঁচ লাখ টাকা কিভাবে পাবেন।

টিকিট কাটার পদ্ধতি:-

সাইন ইন করলে প্রথমেই আপনার সামনে একটি পেজ আসবে। এখানে যে স্টেশন থেকে যাত্রা করবেন সেটি এবং গন্তব্য স্টেশন নির্বাচন করুন। স্টেশন সিলেক্ট করা হয়ে গেলে স্ক্রিনে ডানদিকে তারিখ show করবে যে তারিখে যাত্রা করবেন সেটি নির্বাচন করুন। স্টেশন অপশনের নীচে থেকে Tatkal সিলেক্ট করে সার্চ এ ক্লিক করুন। এরপর ওই রুটের সমস্ত সক্রিয় ট্রেনের তালিকা আপনার সামনে আসবে।

আপনি যে ট্রেনে সফর করতে চাইছেন সেটি নির্বাচন করুন এবং কম্পার্টমেন্ট (Sleeper/AC 2 Tier/General) সিলেক্ট করুন। ট্রেন Choose করার আগে অবশ্যই নির্দিষ্ট কোচের সিট সংখ্যার উপলভ্যতা দেখে নেবেন। যেহেতু সকাল ১০ ঘটিকায় তৎকাল টিকিটের Booking Process চালু হয়, তাই আপনার কাছে IRCTC এর বৈধ Id ও Password থাকলে মোটামুটি ১০ টা বাজতে ৫ মিনিট আগে IRCTC অ্যাপে প্রবেশ করবেন উপরের পদ্ধতি অনুযায়ী কোচ নির্বাচন করুন। এবং Available এ ক্লিক করুন। কোচের নামের নীচেই ওই কোচে ট্রেনের ভাড়া উল্লেখ করা থাকবে।

ঘড়ির কাটায় সঠিক ১০ টা বাজলে Book Now অপশন সক্রিয় হয়ে যাবে। Book now তে ক্লিক করে I Agree তে ক্লিক করুন। এবারে Passenger এর নাম, বয়স ও লিঙ্গ বসিয়ে দিন। এরপর নীচে থাকা Address কলামে যেখানে যাবেন সেখানকার পিন নম্বর, ঠিকানা ভালো করে লিখুন।এর ঠিক নীচে Book only if confirm births are allotted এবং Travel Insurance এ No করুন।

তার ঠিক নীচে Payment অপশনে ক্লিক করুন। এবং পেমেন্ট পদ্ধতি (Method) বাছুন ও Continue করুন। পরবর্তী পৃষ্ঠায় Captcha বসিয়ে আবার continue করুন। এখন আপনার ডিভাইসের স্ক্রিনে Pay and book এ যান। ক্লিক করলে আপনার Payment Method সক্রিয় হয়ে যাবে এবং পেমেন্ট এর টাকা দেখাবে। UPI অপশন সিলেক্ট করলে মোবাইল নম্বর show করবে। এখন proceed এ ক্লিক করুন।

এরপর আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে যে OTP যাবে সটি বসিয়ে verify করুন। এখন আপনার মোবাইল নম্বরে একট মেসেজ লিঙ্ক যাবে। শীঘ্রই সেই লিঙ্ক এ গিয়ে আপনার UPI পিন দিলেই আপনার পেমেন্ট Success হবে। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই আপনার টিকিট বুকিং হয়ে যাবে এবং কনফার্ম টিকিট আপনার স্ক্রিনে Automated জেনারেট হবে। এই টিকিট অবশ্যই ডাউনলোড/প্রিন্ট করে রাখবেন।

Like Facebook Page