প্রত্যেকে পাবেন প্রতি মাসে দু’হাজার টাকা। রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা রাজ্য বিজেপি সভাপতির। লক্ষ্মীর ভান্ডার কে টেক্কা দিতে এক নতুন প্রকল্পের ঘোষণা করলেন সুকান্ত মজুমদার। রাজ্যের লক্ষ্মীদের পাশাপাশি নারায়ণদেরও মাসিক ভাতা দেওয়ার জন্য এদিন জনসভায় গিয়ে জমকালো করে ঢাকঢোল পিটিয়ে বড়ো ঘোষণা করেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি। এই প্রকল্প কবে থেকে শুরু হবে, কারা আবেদন পারবেন, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্বন্ধে বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার বেরোজগার মা-মেয়েদের ন্যূনতম আয়ের উৎস করে দিতে জেনারেল কাস্টের মহিলাদের ৫০০ টাকা ও তপশিলিদের ১,০০০ টাকা প্রতিমাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে চলেছে রাজ্য সরকার। এবার লক্ষ্মীর ভান্ডারের পাল্টা হিসেবে নারায়ণ ভান্ডার প্রকল্প বিরাট ঘোষণা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার হুগলির পাণ্ডুয়ায় গেরুয়া শিবিরের ভরা জনসভায় রাজ্য বিজেপি সভাপতি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই নতুন প্রকল্প চালু করবেন তারা।
আরও পড়ুনঃ- ফের নোটবন্দি! বাজার থেকে দু’হাজার টাকার নোট সরিয়ে ফেলতে চাইছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?
লক্ষ্মীর ভান্ডারে ন্যূনতম ৫০০ টাকা পাচ্ছেন রাজ্যের মহিলারা। কিন্তু নারায়ণ ভান্ডারে সকলকে প্রত্যেক মাসে ২,০০০ টাকা করে দেওয়া হবে বলে ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি। তবে সুকান্ত মজুমদার আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। বরং লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি নারায়ণ ভান্ডারের সুবিধা পাবেন রাজ্যবাসী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সারা দেশে। অনেক রাজ্যই লক্ষ্মীর ভান্ডার কে অনুসরণ করে সেরাজ্যে জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
সামনেই রয়েছে পঞ্চায়েত ও লোকসভা ভোট। ভোটের আগে রাজ্য বিজেপি সভাপতির এহেন ঘোষণা বড়োই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ রা। পদ্ম শিবিরের মুখপাত্র এদিন জনসভায় নারায়ণ ভান্ডারের ঘোষণা দিয়েছেন ঠিকই। তবে বিজেপি ক্ষমতায় এলে তবেই এই প্রকল্প কার্যকর করবে রাজ্য বিজেপি। সেই বিষয়ই ইঙ্গিত দিলেন সুকান্ত মজুমদার। যেহেতু নারায়ণ ভান্ডার প্রকল্প লাগুর চিন্তাভাবনা বিবেচনাধীন। তাই এই প্রকল্প কবে থেকে চালু হবে বা এই প্রকল্পের বিস্তারিত বিবরণ নিয়ে এখনই কোনো ঘোষণা করা হয়নি।
আরও পড়ুনঃ- আবারো মাধ্যমিকের ফলপ্রকাশ। এবার পাসের হারও বেশি।
এইরকম আরও সব গুরুত্বপূর্ণ তথ্যের বিস্তারিত আপডেট পেতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের Telegram Channel ও WhatsApp Group এ জয়েন করুন।
Telegram Channel:- Link
WhatsApp Group:- Link