লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা কবে পাবেন স্পষ্ট জানিয়ে দিল নবান্ন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মস্ত বড়ো আপডেট এইমাত্র উঠে এলো নবান্নের তরফে। লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ রাজ্য সরকারের অন্যান্য জনদরদি প্রকল্প গুলির টাকা কবে ঢুকবে সেইসমস্ত বিস্তারিত আপডেট পাবেন আজকের প্রতিবেদনে। যারা নতুন লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন জানতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

   

২০২১ এর সেপ্টেম্বরে বাংলার রোজগার হীন মা-মেয়েদের ন্যূনতম আয়ের উৎস করে দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’বছরের মাথায় প্রায় ১ কোটির উপর মহিলা গ্রাহক এই প্রকল্পের আওতায় মাসিক ১০০০, ৫০০ টাকা করে পেনশন পাচ্ছেন। শুধু এবারের দুয়ারে সরকার ক্যাম্পেই নতুন করে ১১ লক্ষ আবেদন জমা পড়েছে। তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজও হয়ে গিয়েছে। কেউ কেউ প্রকল্পের নির্ধারিত টাকাও পেয়ে গিয়েছেন। তবে সরকারের তরফে ১৯ তারিখ টাকা ছাড়ার কথা থাকলেও রাজ্যের একাংশ মহিলাদের অভিযোগ, অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি।

আরও পড়ুনঃ- আবারো মাধ্যমিকের ফলপ্রকাশ। এবার পাসের হারও বেশি।

নতুন যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদের টাকা পাওয়া ও না পাওয়া প্রসঙ্গে নবান্নের আধিকারিক স্পষ্ট বিবৃতিতে জানিয়েছেন, প্রচুর সংখ্যক মহিলা আবেদন করায় তাদের মধ্যে যাদের আবেদন পত্রের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর যাদের আবেদন এখনো এপ্রুভ হয়নি কিম্বা কোনো ভুলের কারণে আবেদন খারিজ করা হয়েছে তারা নিকটবর্তী বিডিও অফিস, দুয়ারে সরকার ক্যাম্প অথবা নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

লক্ষ্মীর ভান্ডার হেল্পলাইন নম্বর:- 33 2334 1563

নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের আবেদনকারী মহিলাদের আশ্বস্ত করা হয়েছে, যারা সঠিকভাবে আবেদন পত্র পূরণ করেছেন এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে তাদের চিন্তার কোনো কারণ নেই। একটু দেরিতে হলেও দু-চার দিন পরে তারা টাকা পেয়ে যাবেন৷ কিন্তু যাদের আবেদন প্রক্রিয়ায় গন্ডোগোল থাকার কারণে আবেদন এপ্রুভ হয়নি তারা এমাসেও লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না।

আরও পড়ুনঃ- ফের নোটবন্দি! বাজার থেকে দু’হাজার টাকার নোট সরিয়ে ফেলতে চাইছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?

রাজ্যবাসীর জন্য খুশির সংবাদ- রাজ্য সরকার সূত্রে আরও আপডেট, লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথেই রাজ্য সরকারের অন্যান্য জনকল্যাণমুখী প্রকল্প যেমন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর ইত্যাদি স্কীমের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যারা এখনো টাকা পাননি তাদের আবেদনের নথিপত্র নির্ভুল হলে এক-দুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। কোনোভাবে যদি আপনার আবেদন বাতিলের কারণ জানতে পারেন, তাহলে কাছাকাছি বিডিো অফিস অথবা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার আবেদন সংক্রান্ত ভুল-ত্রুটি গুলি সংশোধন করে সঠিক তথ্যপ্রমানের সাথে আবেদন পত্র জমা করুন।

রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সবধরনের আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page