ফের নোটবন্দি! বাজার থেকে দু’হাজার টাকার নোট সরিয়ে ফেলতে চাইছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?

আবারও নোটবন্দি! বাজার থেকে ২০০০ টাকা মূল্যের নোট সরিয়ে নিতে চাইছে Reserve Bank of India। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কিং সংস্থা RBI এক ট্যুইটে জানিয়েছে, খুব শীঘ্রই দুই হাজার টাকা নোটের Denomination প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার সময়সীমাও বেঁধে দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই ২,০০০ মূল্যের নোট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। আরবিআই এর নির্দেশদমতো ২,০০০ এর নোট ছাপানো বন্ধ করেছে ব্যাঙ্ক টাঁকশাল গুলি।

   

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানিয়েছেন, ২০০০ নোটবন্দি নিয়ে পরবর্তী আইনি নোটিশ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ক্রমশ প্রকাশ করা হবে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে উঠে আসা খবরের আপডেট যে, যাদের কাছে ২,০০০ এর ব্যাঙ্ক নোট রয়েছে তারা ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে ব্যাঙ্ক থেকে সেই টাকা অন্য নোটে রূপান্তরিত করে নিতে পারেন। তবে সমস্ত ব্যাঙ্কেই একবারে ২০,০০০ টাকা পর্যন্তই ভাঙানোর অনুমতি দিয়েছে Reserve Bank।

আরও পড়ুনঃ- তারবন্দি যোজনায় আবেদন করুন আর পেয়ে যান এককালীন ৪০,০০০ টাকা।

২০১৬ সালে শেষবার ৫০০ ও ১,০০০ টাকার নোটবন্দি করেছিল মোদি সরকার। তখন লাইনে দাঁড়িয়ে নোট এক্সচেঞ্জ করতে মানুষকে ঝক্কিও পোহাতে হয়েছিল। বিদেশে লুকায়িত কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই নতুন পাঁচশো ও এক হাজারের পরিবর্তে ২,০০০ টাকার নতুন নোট বাজারে আনা হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে। বিশেষজ্ঞদের মধ্যে জোর গুঞ্জন ছিল যে, নতুন ২,০০০ এর নোটে microchip লাগানো থাকতে পারে যাতে কালো টাকার দুর্নীতি রোধ করা সম্ভব হয়।

rbi-notice

এবছরই একদম শুরুর দিকে একের পর এক দুর্নীতি সামনে আসে। উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। টাকার উৎস না জানাতে পেরে চক্রান্তকারীরা আপাতত ইডি হেফাজতে রয়েছেন। তবে আবারো কালো টাকা উদ্ধার হয় কিনা সেইদিকেই এখন চোখ রয়েছে গোয়েন্দাদের। তবে ২০১৬ তে বিধানসভা ভোটের পর নোটবন্দির ফলে মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হয়েছিল এবার হয়তো ততটা অস্বস্তিতে পড়তে হবে না জনসাধারণ কে। তবে ২৪ শে লোকসভা ভোটের আগে ফের নোটবন্দি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ- পড়ুয়াদের ২৪,০০০ টাকা দেবে প্রিয়ম্বদা বিড়লা ট্রাস্ট গ্রুপ। আবেদন করুন এইভাবে।

এমন সব গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে খুটিনাটি আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page