সরকারি চাকুরিজীবীদের জন্য খুশির খবর। ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে মহার্ঘ ভাতা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্র সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর। আবারো বৃদ্ধি পেতে চলেছে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। চার শতাংশ বৃদ্ধি পেতে পারে DA। চলতি বছর শুরুর দিকে এক লাফে ৪% ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধি পেয়ে মূল বেতনের ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্র সরকারের কর্মচারীরা। এবার দ্বিতীয়বারও আবার ৪ শতাংশ ডিএ বাড়তে পারে বলে বিভিন্ন মাধ্যম সূত্রে খবর। তাই মহার্ঘ ভাতা বৃদ্ধির খবরে খুশির সাগরে ভাসছেন কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবীরা।

   

প্রতি ছ’মাস অন্তর অন্তর মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হলেই নতুন পে কমিশন তৈরি হয়। অর্থাৎ DA ৫০% হলেই ডিএ বৃদ্ধির হার ০% হয়। তখন প্রাপ্য মহার্ঘ ভাতাকে মূল মাইনের সঙ্গেই সংযোজন করা হয়। নতুন Pay Commission গঠিত হলে আবার ১, ২, ৩ শতাংশ হারে নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে থাকে। তা সরকারি কর্মীদের বর্তমান বেতনের হারে প্রদান করা হয়। Pay Level-I অনুযায়ী যাদের বেতন ২০,০০০ টাকা, তারা আরও দুইবার ডিএ বৃদ্ধির পরে (মোটামুটি ৭-৮ মাসের মধ্যে) তাদের DA গিয়ে দাঁড়াবে ১০,০০০ টাকায়। তখন তারা ডিএ সহ ৩০,০০০ টাকা বেতন পাবেন।

আরও পড়ুন:- পিএম কিষাণের ১৪ তম কিস্তির টাকা কবে পাবেন? স্ট্যাটাস চেক করে জেনে নিন।

২০১৬ তে সপ্তম পে কমিশন গঠনের পূর্বে সরকারি চাকুরিজীবীদের ডিএ ৫০ শতাংশ হয়ে গিয়েছিল। কেন্দ্র সরকারের পে কমিশনের নিয়ম মোতাবেক কোনো চাকুজীবীর বেতন বৃদ্ধির মূল নিয়ামক হলো Fitment Factor। এই ফিটমেন্ট ফ্যাক্টরই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কে নিয়ন্ত্রণ করে। বর্তমানে এই Fitment Factor ২.৫৭। উদাহরণ স্বরূপ কারও বেতন যদি ২০,০০০ টাকা হয় এবং গ্রেড পে ৪,২০০ টাকা হয় তবে তার মূল বেতন হবে ২০,০০০×২.৫৭ = ৫১,৪০০ টাকা।

ষষ্ঠ পে কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। তবে বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা ৩.৬৮ হারে এই ফিটমেন্ট ফ্যাক্টর পাওয়ার জন্য আন্দোলন করছেন। Customer Price Index for Industrial Workers এর তথ্য বিশ্লেষণ মতে যদি মুদ্রাস্ফীতি (Inflation) ঘটে এবং Fitment Factor ও Appraisal (গুণগ্রাহিতা) বৃদ্ধি পায় তবে খুব শীঘ্রই DA, TA, HRA সহ মূল বেতন বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মীদের। আর এবার চার শতাংশ ডিএ বাড়লে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় চাকরিজীবীরা

আরও পড়ুন:- বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করে পেয়ে যান ১ লাখ টাকা পর্যন্ত বৃত্তি।

২০২৩ এর জানুয়ারিতে ডিএ বৃদ্ধির সময়ই পরবর্তী DA বাড়ার কথা ঘোষণা করা হয়েছে। সেইমতন এবছর জুলাইয়ে ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা। ডিএ বৃদ্ধির এই খবর শুনে খুশির জোয়ারে ভাসছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন নীচের লিঙ্কে ক্লিক করে।

Telegram Channel:- Link

WhatsApp Group:- Link