যেকোনো ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য বড়ো আপডেট। বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জুনের ৩০ তারিখের মধ্যে সকলকে করতে হবে এই কাজ। নাহলে নিস্ক্রিয় হতে পারে গুরুত্বপূর্ণ নথি। আধার, প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড়ো ঘোষণা করলো কেন্দ্র সরকার। নির্দিষ্ট তারিখের মধ্যে সংশ্লিষ্ট কাজ না করলে পরবর্তীতে টাকা জমা তোলা সহ একাধিক গুরুতর সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষ কে। তাই সময় থাকতে আগে ভাগেই সেরে রাখুন এই কাজ। আধার প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কি জানালো কেন্দ্র সরকার।
এর আগেও আধার, প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মানুষ কে বারবার সতর্ক করেছে আয়কর বিভাগ। বহুবার আধার তথ্যের সাথে প্যান কার্ড লিঙ্ক করা নিয়ে নির্দেশও জারি করেছে কেন্দ্র সরকার। একাধিক আধার-প্যান সংযুক্তিকরণে বাড়তি মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ শে জুন, ২০২৩ তারিখে। যেহেতু অনেকবার এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তাই এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে বিভিন্ন মাধ্যম সূত্রে খবর। উক্ত সময় সীমার মধ্যে প্যান কার্ডের সাথে আধার তথ্য লিঙ্ক না করলে ভবিষ্যতে চরম সমস্যার মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে।
আরও পড়ুনঃ- আবারো পড়বে গরমের ছুটি? স্কুল শিক্ষা দপ্তর কে চিঠি মধ্য শিক্ষা পর্ষদের।
আধার প্যান লিঙ্ক প্রসঙ্গে আয়কর বিভাগের আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, যেসকল ব্যক্তি ৩০ শে জুনের মধ্যে আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক না করাবেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল থাকলেও নিস্ক্রিয় করা হবে প্যান তথ্য। ফলত, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০,০০০ বা তার উপরে টাকা লেনদেনের ক্ষেত্রে গভীর সমস্যায় পড়তে হবে তাদের। এমনকি প্যান কার্ড নিস্ক্রিয় হলে আয়কর রিটার্নও দাখিল করতে অসুবিধার মধ্যে পড়ে হবে আপনাকে।
যেহেতু পঞ্চাশ হাজার টাকার উর্ধ্বে ব্যাঙ্ক লেনদেন এর ক্ষেত্রে প্যান তথ্য ব্যাঙ্কে জমা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মেয়াদের শেষলগ্নে আধারের সাথে প্যান লিঙ্ক নিয়ে আরও একবার গুরুত্বপূর্ণ নোটিশ দিল আয়কর বিভাগ। অবশ্য পরবর্তীতে মোটা টাকা জরিমানা দিয়ে প্যান কার্ড সচল করে তারপর আধারের সাথে প্যান তথ্য লিঙ্ক করতে পারবেন। তবে এতো ঝক্কির মধ্যে পড়তে না চাইলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন।
আরও পড়ুনঃ- প্রত্যেকে পাবেন মাসে ৩,০০০ টাকা পেনশন। আবেদন করুন প্রধানমন্ত্রী মানধন যোজনায়।
স্কলারশিপ, চাকরি ও সরকারি প্রকল্প সম্বন্ধে নিত্যনতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগদান করুন।
টেলিগ্রাম চ্যানেল:- Link