বার্ষিক ২৪,০০০ টাকা পাবেন ছাত্রীরা। আবেদন করুন বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপে।

শিক্ষার্থী ছাত্রীদের জন্য সুখবর।কন্যাশ্রীর পর আরও একটি নতুন স্কলারশিপ। যেসকল পড়ুয়া ছাত্রী উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষা লাভের জন্য স্কলারশিপের সাহায্যে নিজের পড়াশোনা চালিয়ে যেতে চাইছেন তাদের জন্য একটি নতুন স্কলারশিপের আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। স্কলারশিপ টি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে অনুরোধ করা হচ্ছে।

   

এই স্কলারশিপ টি হল বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ। জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ (JBNSTS) ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর মেধাবী ছাত্রীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। আর্থিক অঘটনের জন্য মেয়েদের উচ্চশিক্ষা যাতে থমকে না থাকে এবং ছাত্রীদের বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ প্রদান করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বৃত্তির জন্য স্পনসর করে থাকে। ছাত্ররা আবেদন করতে পারবেন না।

কারা আবেদন করতে পারবেন (Eligibility Criteria):-

• এই স্কলারশিপে আবেদনের জন্য চলতি বছর বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক(10+2) পাস করে থাকতে হবে।
• আবেদনকারীকে Medical, Engineering অথবা Basic Science নিয়ে স্নাতক কোর্সে পাঠরত থাকতে হবে।
• আবেদনকারী ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• এই বৃত্তি পাওয়ার জন্য আবেদনকারী কে সাম্প্রতিক JBNSTS এন্ট্রান্স পরীক্ষায় অবশ্যই কোয়ালিফাই করতে হবে।
• কেবল ডিগ্রি কোর্সের ছাত্রীরাই এই স্কলারশিপের সুবিধা পাবেন।

আরও পড়ুন: সকল কৃষক পাবেন ৩ লক্ষ টাকা। এখুনি আবেদন করুন কিষাণ ক্রেডিট কার্ডে।

আবেদন প্রক্রিয়া (Application Process):-

Bigyani Kanya Medha Britti Scholarship এ আবেদনের জন্য Jagadish Bose National Science Talent Search এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Application Form প্রিন্ট করে নিন। এই আবেদন পত্র ভালোভাবে পূরণ করে শেষ তারিখের আগে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফি ১০০ টাকা আবেদন পত্রের সঙ্গে পাঠাবেন।

Official Website:- www.jbnsts.org

কত টাকা স্কলারশিপ দেওয়া হয়?

এই স্কলারশিপের অধীনে ডিগ্রি (স্নাতক) কোর্সে পাঠরত ছাত্রীরা প্রতিমাসে ২,০০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছরের জন্য পেতে পারেন। পাশাপাশি বই কেনা ও পড়াশোনার আনুষঙ্গিক খরচের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা দেওয়া হয়।
এছাড়াও Seminar ও Career Counselling এর মতো সুযোগ সুবিধা পেয়ে থাকে ছাত্রীরা। সেইসঙ্গে Educational Tour Project এও স্পনসর করা হয় এই স্কলারশিপের অধীনে।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

• উচ্চ মাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় পাসের মার্কশীট ও সার্টিফিকেট এর জেরক্স ।
• পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ।
• নতুন কোর্সে ভর্তির প্রমাণপত্রের (ভর্তির স্লিপ) জেরক্স।

নির্বাচন প্রক্রিয়া (Selection Procedure):-

এবছর বিজ্ঞান শাখায় উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হলে আর এই স্কলারশিপের সুবিধা নিতে চাইলে তাদের JBNSTS 2023 প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ওই সংস্থা দ্বারা আয়োজিত ইন্টারভিউ এও পাস করতে হবে। তবেই এই স্কলারশিপের সুবিধা পাবেন ছাত্রীরা।

আবেদনের সময়:-

প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পরেই এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবছর (২০২৩) আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। প্রায় একমাস ধরে আবেদন প্রক্রিয়া চলে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

আবেদন পত্র ও সমস্ত ডকুমেন্টস ভালোভাবে খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নীচের ঠিকানায় পাঠাতে হবে।

Address:- 1300, Rajdanga Main Road, East Kolkata TWP, Sector C, 700107

Like Facebook Page