যুবশ্রী প্রকল্পে আবেদন করুন এবং পেয়ে যান প্রতি মাসে ১,৫০০ টাকা বেকারভাতা।

বেকারভাতার জন্য আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১,৫০০ টাকা। ২০২৩ সালের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। রাজ্যের ছেলে মেয়েরা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে সাময়িকভাবে উৎসাহ ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। এছাড়া যেসকল ছেলে মেয়ে ব্যাবসা করে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চাইছেন তাদের Udiyaman Swanirbhar Karmasangsthan Prakalpa (USKP) এর মাধ্যমে ক্ষুদ্র ঋণপ্রদানও করে থাকে রাজ্য সরকার।

   

যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন কিম্বা ব্যাবসা করতে চাইছেন, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উভয়কেই প্রথমে রাজ্য সরকারের Employment Exchange Office পোর্টালে নাম রেজিষ্ট্রেশন করাতে হবে।

সকল কাস্টের যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সম্বন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন: নতুন নিয়মে রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন। জানুন বিস্তারিত

কত টাকা ভাতা পাবেন ও ঋণের পরিমাণ:-

এই প্রকল্পে জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ১,৫০০ টাকা করে বেকারভাতা বা উৎসাহ ভাতা পেয়ে থাকেন। নিজের ভবিষ্যৎ গড়তে ব্যবসা করার জন্য USKP প্রকল্পের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণও দেওয়া হয়ে থাকে। সুবিধাভোগী চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা পেতে থাকবেন এবং লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়।

কিভাবে আবেদন করবেন?

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য সর্বপ্রথমে employmentbankwb.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সাইটে New Enrolment and Job Seeker এ যান। এখন আপনার সামনে স্ক্রিনে আবেদন পত্রের পৃষ্ঠাটি খুলে যাবে। প্রয়োজনীয় নথির সাহায্যে অনলাইন আবেদন ফর্মটি ভালো করে পূরণ করে Submit করলেই এনরোলমেন্ট নম্বর সহ Application Form টি স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হবে, যেখানে ইউজার আইডি লেখা থাকবে।

এই পেজটি ২-৩ কপি প্রিন্ট করে রেখে দেবেন। এবার ফর্ম পূরণের সময় যে ডকুমেন্টস গুলি আপলোড করেছিলেন, সেগুলো আসল ও জেরক্স সহ আবেদন পত্রটি আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিন। আসল নথিগুলি কেবল ভেরিফিকেশনের জন্য প্রয়োজন। আবেদনের ২ মাসের মধ্যে জমা দেওয়া আবশ্যক। আবেদন পত্র জমা করার এক সপ্তাহের মধ্যে আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে User Id ও Password পাঠিয়ে দেওয়া হবে। পাসওয়ার্ড টি যত্ন করে লিখে রাখবেন।

কখন টাকা পাবেন?

যুবশ্রী প্রকল্পের অপেক্ষমাণ তালিকায় আপনার নাম উঠলে এবং সবশেষে বেকারভাতা পাওয়ার জন্য আপনি যোগ্য নির্বাচিত হলে আপনার নিবন্ধনকৃত মোবাইল নম্বরে একটি ডকুমেন্টস ভেরিফিকেশন এর মেসেজ আসবে। মেসেজ আসলেই যত শীঘ্র সম্ভব আপনাকে নিকটবর্তী Employment Exchange Office এ গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন সফল হলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন রাজ্য সরকারের তরফে।

প্রতি বছর এই ভাতা বহাল রাখতে আপনাকে জানুয়ারির শুরুতে Annexure III ফর্ম সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সাবমিট করতে হবে।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

• অনলাইন আবেদন ফর্ম। ফর্মে মোবাইল নম্বর উল্লেখ করবেন।
• মাধ্যমিক পরীক্ষার Admit ও Marksheet।
• উচ্চ মাধ্যমিক পরীক্ষার Admit ও Marksheet (প্রযোজ্য হলে)।
• অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
• ভোটার কার্ড/রেশন কার্ড।
• জাতিগত শংসাপত্র।

আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা অথবা আপনার আবেদনের স্ট্যাটাস জানার জন্য উপরের ওয়েবসাইটে গিয়ে View Status in Final Waiting List of Yuvasree অপশনে ক্লিক করুন। এবার ইউজার আইডি ও সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলেই জানতে পারবেন ফাইনাল ওয়েটিং তালিকায় আপনার নাম উঠেছে কিনা।

Like Facebook Page