নতুন নিয়মে রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন। জানুন বিস্তারিতI

রূপশ্রী প্রকল্পে আবেদন করুন আর পেয়ে যান বিয়ের জন্য ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা। মেয়েদের উন্নতিকল্পে বদ্ধপরিকর রাজ্য সরকার। ছাত্রী স্কুলছুটের সংখ্যা কমাতে কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য যা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। এবার দু:স্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সাহায্য হিসেবে ১ এপ্রিল, ২০১৮ সালে রুপশ্রী প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

এই প্রকল্পের আওতায় যোগ্য মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫,০০০ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। সম্প্রতি এই প্রকল্পে আবেদনের জন্য নতুন কিছু নিয়ম লাগু হয়েছে। কি কি নিয়মের পরিবর্তন হয়েছে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

রূপশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনকারী কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত, কি কি ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত কিছু নীচে আলোচনা করা হলো।

আরও পড়ুন: শুরু হলো উজ্জ্বলা যোজনা ২.০। ফ্রীতে গ্যাস পেতে এখুনি আবেদন করুন।

কারা আবেদন করতে পারবেন/ আবেদনের শর্ত:-

• আবেদনকারী মহিলার বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
• আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে পাত্রীর মাতা-পিতাকে কমপক্ষে ৫ বছর পশ্চিমবঙ্গে বসবাস করে থাকতে হবে, তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন।
• আবেদনকারীর বাৎসরিক পারিবারিক আয় ১.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
• পাত্রের বয়স ২১ বছরের উর্ধ্বে হতে হবে।
• পাত্রীর নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে প্রকল্পের টাকা পাবেন না।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

• পাত্রীর বয়সের প্রমান (আঁধার কার্ড/ভোটার কার্ড/জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা প্যান কার্ডের জেরক্স)।
• আবেদনকারীর বাসিন্দা সার্টিফিকেট (Self Declaration Form)।
• পাত্রীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট (Self Declaration Form)।
• পাত্রীর বৈবাহিক অবস্থার (Marital Status) ঘোষণাপত্র (Self Declaration Form)।
• পাত্র ও পাত্রীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো (২ কপি করে)।
• বিবাহের প্রমাণপত্র হিসেবে বিয়ের কার্ড ও Marriage Register Certificate, যেখানে পাত্র ও পাত্রীর নামোল্লেখ থাকবে। এবং বিয়ের তারিখ উল্লেখ করা থাকবে।
• পাত্রের বয়সের প্রমাণপত্র (আঁধার কার্ড/ভোটার কার্ড/জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা প্যান কার্ডের জেরক্স)।

ফর্ম কোথায় পাবেন, আবেদন প্রক্রিয়া:-

আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা SDO অফিস থেকেই রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়া অনলাইনেও আবেদন ফর্ম পাওয়া যায়। তবে অফলাইনে উপরের যেকোনো অফিস থেকেই Application Form টি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করবেন এবং উপরে উল্লিখিত নথি সহ যেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন সেখানেই আবেদন পত্রটি জমা করবেন।

এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প থেকেও আবেদন পত্র সংগ্রহ করে উক্ত ক্যাম্পে আবেদন পত্র জমা করতে পারেন।

সীমাবদ্ধতা:-

এই প্রকল্পের জন্য যোগ্য মহিলারা কেবল তাদের প্রথম বিবাহের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য আবেদনযোগ্য নয়। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে কমপক্ষে দেড় থেকে দুই মাস আগে আবেদন করতে হবে। কেননা আবেদন প্রক্রিয়া যাচাইকরণ হয়ে টাকা Sanction হতে সময় লাগে। বিয়ের ১-২ সপ্তাহ আগে আবেদন করলে টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Like Facebook Page