নতুন প্রকল্পে সকল মহিলাকে ৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা! বিস্তারিত পড়ুন প্রতিবেদনে।
নতুন যোজনার অধীনে মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়ার ঘোষণা সংশ্লিষ্ট রাজ্য সরকার নেতৃত্বের। এলপিজি সিলিন্ডার সংক্রান্ত নতুন প্রকল্পের আওতায় সকল মহিলাদের এই টাকা দেওয়া হবে সরকারের তরফে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই ভর্তুকি পাবেন রাজ্যের মহিলারা। তবে ঠিক কোন প্রকল্পে এই ভর্তুকি দেওয়ার ঘোষণা করলো শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা বিশদভাবে জানুন আজকের এই প্রতিবেদনে।
পুজোর মরশুমে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের মূল্য (সাধারণ ও অন্যান্য) নির্ধারিত মূল্য থেকে ২০০ টাকা কমিয়েছে কেন্দ্র সরকার। সেইসঙ্গে Domestic LPG Cylinder এর ভর্তুকি পূর্বের তুলনায় ২০০ টাকা কমিয়েছে কেন্দ্র সরকার। ফলতঃ সেপ্টেম্বরে টোটাল দুইশো টাকা কম হওয়ায় ১১২৯ টাকা থেকে কমে সাধারণ রান্নার গ্যাসের দাম হয় ৯২৯ টাকা এবং উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে চারশো টাকা কমে এলপিজি সিলিন্ডারের দাম হয় ৭২৯ টাকা।
উল্লেখ্য, নভেম্বরে দিওয়ালির আগেই ফের বড়ো চমক দিতে চলেছে মোদি সরকার। এলপিজি সিলিন্ডারের মূল্য ফের ১০০ টাকা কমানো নিয়ে জোরচর্চা কেন্দ্রীয় ক্যাবিনেট মহলে। চৌদ্দ দশমিক দুই কেজি ওজনের গৃহস্থ রান্নার গ্যাসের দাম আরও একশো টাকা হ্রাস পেলে মোট পাঁচশো টাকা সাশ্রয় হবে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্যাস উপভোক্তাদের।
ফলত Ujjwala Yojana এর অধীনস্থ সুবিধাভোগী পরিবারগুলি নগদ ৬২৯ টাকায় রান্নার গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাস থেকে উক্ত মহিলারা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো টাকা করে ভর্তুকির লাভ ওঠাতে পারবেন।
আরও পড়ুনঃ- কেন আটকে রয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? এইভাবে আবেদন করলে টাকা পেয়ে যাবেন।
উল্লেখ্য চব্বিশে লোকসভা ভোট এবং সামনে বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক মূহুর্তে বিভিন্ন স্কিম চালু করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার গুলি। তার মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং INC পার্টির সর্বভারতীয় সহ সভাপতি প্রিয়াঙ্কা গান্ধী সংবাদমাধ্যমে জানিয়েছেন, আগামী নির্বাচনে তাদের দল ক্ষমতায় এলে গ্যাস সংযোগ রয়েছে এমন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 500 টাকা ভর্তুকি দেবে কংগ্রেস সরকার।
জাতীয় কংগ্রেস ছত্তিসগড়ে ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের এই পাঁচশো টাকা ভর্তুকি দেওয়ার জন্য ছত্তিসগড় রাজ্যে Mahtari Nyay Yojana চালু করবে Indian National Congress পার্টি।
চাকরি, বৃত্তি ও বিভিন্ন সরকারি ভাতা সম্বন্ধে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপডেট পেতে আমাদের ফেসবুক ও গুগল নিউজ এ জয়েন করুন।
গুগল নিউজ:- Link
ফেসবুক:- Link