আবেদন করেও পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা! কি কারণে আটকে রয়েছে আবেদন? এইভাবে সমস্যার সমাধান করুন।

দুয়ারে সরকার ক্যাম্পে দরখাস্ত আবেদন করেও মেলেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। একাধিক ডকুমেন্টস জমা করে খালি হাতেই ফিরতে হয়েছে? আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনে করেও টাকা না পেয়ে থাকেন এবং আপনি যদি মাসিক ভাতা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তবে, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনার জন্য।

   

ক্ষমতায় ফেরার পরেই একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী ইত্যাদি। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। রাজ্যের যোগ্য মহিলারা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ টাকা পেয়ে যাওয়ার এই প্রকল্প এখন রীতিমতো হিট। এই প্রকল্পের জয়জয়কার এতটাই বিস্তৃত হয়েছে যে অন্যান্য রাজ্যগুলিও এই প্রকল্পের অনুকরণে বিভিন্ন স্কিম চালু করছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে।

সম্প্রতি আয়োজিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে যে নতুন লক্ষ্মীর ভান্ডারের আবেদন জমা পড়েছিল, দরখাস্ত ও তথ্যপ্রমাণ ভেরিফিকেশনের পরে সেখান থেকে প্রায় ৯ লাখের মতো নতুন আবেদনকারী অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন। যারা টাকা পাননি তারা কিছুদিন অপেক্ষা করতে পারেন। অথবা যদি আপনার একান্তই মনে হয়, যে আবেদন কোনো কারণে বাতিল হতে পারে বা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।

ডকুমেন্টস ও দরখাস্ত জমা সত্ত্বেও অনেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না এই অভিযোগের ভিত্তিতে, আবেদনকারীদের দরখাস্ত ঠিক কোথায় আটকে রয়েছে বা কোন সমস্যার কারণে মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তা জানার জন্য এই পোর্টাল (https://socialsecurity.wb.gov.in/login) চালু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ- নভেম্বর মাসে অতিরিক্ত রেশন সামগ্রী। কোন কার্ডে কি কি রেশন দ্রব্য পাবেন উপভোক্তারা?

যারা দরখাস্ত জমা করার বেশ কিছুদিন পরেও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি, তারা আসন্ন দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে নির্দিষ্ট আধিকারিককে গিয়ে জানাতে পারেন। ওই আধিকারিক উক্ত পোর্টালে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর কিম্বা রেজিস্টার্ড আইডি মোবাইল নম্বর, Captcha Code ও OTP দিয়ে সার্চ করলেই সংশ্লিষ্ট আবেদনকারীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দরখাস্তে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের স্ট্যাটাসে আবেদন কি অবস্থায় আছে, বাতিল হয়েছে নাকি? পেন্ডিং সিচ্যুয়েশন বা আবেদন বাতিল হলে বাতিলের কারণ সমস্তটাই ওই পোর্টালের আবেদন স্হিতির মাধ্যমে জানতে পারবেন।

এইরকম আরও ইম্পর্ট্যান্ট সবরকমের খবেরের আপেট নোটিফিকেশন পেতে হলে আজই আমাদের WhatsApp এবং Telegram Channel এ আবেদন করুন।

Telegram এ যুক্ত হোন:- Link

WhatsApp এ যুক্ত হোন:- Link

Like Facebook Page