এই নথি জমা না করলে অবসরকালীন পেনশন পাবেন না। তাড়াতাড়ি করুন।

যারা পেনশন পেয়ে থাকেন বা চাকরি রিটায়ার্ড এর সময় হয়ে এসছে, চাকরি পরবর্তী অবসরকালীন পেনশন বা সরকারের তরফে অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের চাকুরী পরবর্তী জীবন যাপনের জন্য মাসিক ভাতা দেওয়া হয়। তবে চাকরি-পরবর্তী এই পেনশন পেতে হলে একটি গুরুত্বপূর্ণ নথি প্রতিবছরই একটি নির্দিষ্ট সময়ে জমা করতে হয় পেনশনভোগীদের। এই ডকুমেন্টস টি জমা না করলে মাসিক বয়স্ক ভাতা পাবেন না তারা।

   

প্রত্যেক বছর নভেম্বর মাসে পেনশন প্রাপকদের জীবিত থাকার প্রামাণ্য নথি হিসেবে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় নির্দিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ব্রাঞ্চে যেখান থেকে অবসর গ্রহণকারীরা পেনশন তোলেন। যদিও আশি বছরের উর্ধ্বে বয়স এমন পেনশন হোল্ডারদের অক্টোবর মাসেই সংশ্লিষ্ট স্থানে এই Document জমা করার নিয়ম। প্রত্যেক মাসে ভাতার টাকা পাওয়ার জন্য এই Life Certificate জমা করা অত্যাবশ্যকীয়। আগে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে স্ব শরীরে গিয়ে আবেদনকারী কে এই শংসাপত্র জমা করতে হলেও এখন প্রযুক্তিগত উন্নয়নের যুগে সেই কাজ অনেকটাই আসান হয়েছে।

বর্তমানে একজন পেনশনভোগী প্রযুক্তির সাহায্যে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে লাইনে না দাঁড়িয়ে AadhaarFaceRD এবং Jeevan Pramaan Face App এর মাধ্যমেই তার Digital Life Certificate জমা করতে পারেন। তাছাড়া DLC ভারত সরকার দ্বারা অনুমোদন প্রাপ্ত হওয়ায় আইনিভাবে এটি একজন ব্যক্তির জীবিত থাকার প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য ও বৈধ।

ব্যাঙ্ক বা পোস্ট অফিসে উপস্থিত না হয়ে এভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার জন্য আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট এর সাথে আধার লিঙ্ক থাকতে হবে। এবং আপনি গুগল থেকে Jeevan Pramaan Face App ও AadhaarFaceRD অ্যাপ ডাউনলোড করে নেবেন। এবং আপনার ইন্টারনেট সংযোগ এবং একটি স্মার্টফোন থাকতে হবে।

আরও পড়ুনঃ- নতুন প্রকল্পে সকল মহিলাকে ৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা!

এরপর উক্ত অ্যাপ দুটি ওপেন করে পেনশনভোগীর যাবতীয় তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ করুন এবং পেনশনারের মুখের স্ক্যান করে যাচাইকরণ সম্পন্ন করুন ও ফোনের সামনের ক্যামেরা দিয়ে ছবি তুলে সাবমিট করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি লিঙ্ক পাঠানো হবে। ওই লিঙ্কে মাধ্যমে আধার নম্বর দিয়ে ডিজিটাল জীবনী শংসাপত্র ডাউনলোড করতে পারবেন। এটি উক্ত অ্যাপের মাধ্যমেই স্ক্যান আপলোড করে জমা দিতে হবে।

এইরকম বিভিন্ন নতুন নতুন গুরুত্বপূর্ণ খবরের ডিটেইলস আপডেট পেতে আমাদের Facebook ও Google News এ ফলো করুন।

Facebook:- Link

Google News:- Link

Like Facebook Page