বর্তমান সময়ে টাকা জমা হোক বা তোলা, অফলাইনে দাঁড়িয়ে ব্যাঙ্ক অপেক্ষা ক্যাশ লেনদেনের ক্ষেত্রে ATM এর ওপরই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে জনসাধারণ, প্রকৃতপক্ষে বলতে গেলে উন্নত প্রযুক্তির সমাজের যুগের হাওয়ায় তাল মিলিয়ে Bank অপেক্ষা একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ এর ক্ষেত্রে এটিএম থেকেই টাকা তোলা ও জমা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন মানুষ।
বলা বাহুল্য মানব সভ্যতা যতই এগোচ্ছে, দিনকেদিন বিজ্ঞানের অগ্রগতিও তত বেড়েই চলেছে। এখন আবার এটিএম অপেক্ষা UPI Payment System এর দিকে মানুষের ঝুঁকে পড়ার প্রবণতা বেড়েছে। বর্তমান ডিজিটালাইজেশন এর যুগে তাড়াহুড়োর কারণে অনেক সময়ই ATM কার্ড নিতে ভুলে গেলে বিপদের মধ্যে পড়েন সাধারণ মানুষ জন। তবে এখন থেকে ঘুরতে গিয়ে এটিএম বাড়িতে ভুলে গেলেও হন্যে হয়ে বেড়াতে হবে না। এটিএম নিয়ে না বেরোলেও চিন্তার কোনো কারণ নেই। যেকোনো সময় বাড়ির বাইরে পা রাখলেই এটিএম ছাড়াও তোলা যাবে টাকা।
আজ্ঞে হ্যাঁ, ATM Card ছাড়াও এটিএম মেশিন থেকেই তুলে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় খরচের টাকা। শুধু এর জন্য আপনার স্মার্টফোনে থাকতে হবে যেকোনো ইউপিআই অ্যাপ। বাস কেল্লাফতে! জীবন এখন কতটা সহজ হয়ে গিয়েছে জীবন উপভোগ না করলে তা বুঝতে পারবেন না। ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়ানোর বালাই নেই, এটিএম মেশিন থেকেই এটিএম কার্ড ছাড়া টাকা তুলুন নিচের কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে।
ATM Card ছাড়াই এটিএম থেকে টাকা তুলুন UPI এর মাধ্যমে:-
এটিএম থেকে ইউপিআই এর মাধ্যমে টাকা তোলার জন্য নিচের ধাপগুলি পরপর অনুসরণ করুন।
১) ATM Machine থেকে UPI এর মাধ্যমে টাকা তোলার জন্য প্রথমে এটিএম এর স্ক্রিনে Withdraw Cash নির্বাচন করুন।
২) এরপর বিভিন্ন ক্যাশ উইথড্র অপশনের মধ্যে UPI বেঁছে নিতে হবে।
৩) এবারে ইউপিআই এ প্রেস করলেই এটিএম এর স্ক্রিনে একটি QR Code দেখাবে।
৪) উক্ত Quick Response কোডটি আপনার মোবাইলে থাকা যেকোনো UPI App ( PhonePe/ Google Pay/Paytm) লগইন করে স্ক্যান করতে হবে।
৫) এখন আপনি কত টাকা তুলতে চাইছেন তা এটিএম স্ক্রিনে যথাযথ জায়গায় বসিয়ে দিন।
৬) এরপর Submit অপশনে ক্লিক করলে ইউপিআই পিন দেওয়ার জন্য বলবে।
৭) সবশেষে সঠিক স্থানে UPI PIN দিয়ে দিলেই এটিএম মেশিন থেকে টাকা নির্গমন হবে।
তবে ATM এর মাধ্যমে UPI দিয়ে টাকা টাকা তোলার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
সীমাবদ্ধতা:-
১) UPI এর মাধ্যমে এটিএম টাকা তোলার জন্য ইউপিআই এর সাথে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে।
২) এটিএম থেকে ইউপিআই এর মাধ্যমে সর্বোচ্চ পাঁচ হাজার বা তার চেয়ে কম পরিমাণ টাকা পর্যন্তই তুলতে পারবেন। ৫,০০০ এর বেশি টাকা একেবারে এটিএম থেকে upi এর মাধ্যমে তুলতে পারবেন না।
এরকম আরও গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন খবরের সন্ধান পেতে আমাদের নিয়মিত ফলো করুন।
Telegram:- Link
Google News:- Link
WhatsApp:- Link