কোটি কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী।কিসের টাকা পাঠালেন মোদিজি?আপনি টাকা পেয়েছেন তো?

কোটি কোটি ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোটি কোটি টাকা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিসের টাকা পাঠালেন মোদিজি? কেন টাকা দেওয়া হচ্ছে? কত টাকা করে দেওয়া হলো? আপনি টাকা পেয়েছেন কিনা কিভাবে যাচাই করবেন, বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ার জন্য বলা হচ্ছে।

   

সম্প্রতি রাজস্থানে কৃষি বিষয়ে বক্তৃতা ও জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অনুষ্ঠান সভায় গিয়ে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় নাম নথিভুক্তকারী প্রায় আট কোটি কৃষকের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে PMKSNY (পিএম কিষাণ যোজনার) এর সতেরো হাজারেরও বেশি টাকা নিজের হাতেই পাঠালেন প্রধানমন্ত্রী মোদিজি। জনসভায় বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার কৃষক ওই কৃষক সম্মেলনে সম্মিলিত হয়েছিলেন।

উল্লেখ্য, পিএম কিষাণ যোজনার অধীনে দেশের যোগ্য কৃষকদের বছরে তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা দেওয়া হয়। এদিন ২৭শে PM Kisan যোজনার চৌদ্দ তম কিস্তির টাকা দেওয়ার জন্য জুলাই রাজস্থানের কৃষকের ভরা জনসভায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নিজে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করেছেন দেশের প্রায় ১১ কোটির উপরে কৃষক। তবে এদিন ৮ কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের টাকা পেলেও বাকি যোগ্য কৃষকদের ২৮শে জুলাই থেকে এই প্রকল্পের টাকা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরবরাহ করা হবে।

আপনি টাকা পেয়েছেন কিনা স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনার ব্যাঙ্ক থেকে যদি টাকা ক্রেডিটের মেসেজ না আসে তবে, Pradhan Mantri Kisan Samman Nidhi Yojona -র ১৪ তম কিস্তির ২,০০০ টাকা আপনি পেয়েছেন কিনা তা যাচাই করার জন্য প্রথমে, pmkisan.gov.in এ যান। এরপর হোমপেইজে থাকা Farmers Corner এর অন্তর্গত Beneficiary Status এ ক্লিক করুন। এখন পরবর্তী পেজে মোবাইল নম্বর বা PM Kisan রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে Get Data এ প্রেস করুন।

আরও পড়ুনঃ- ভারতবর্ষ জুড়ে রেল ব্যবস্থায় নয়া পরিবর্তন। জেনারেল ক্লাস যাত্রীদের জন্য বড়ো সুখবর দিল ভারতীয় রেল।

এবারে পরবর্তী পেজে আপনি পিএম কিষাণ যোজনার সাম্প্রতিক কিস্তির টাকা পেয়েছেন কিনা তা উল্লেখ করা থাকবে। যদি কোনো সমস্যার কারণে টাকা না পেয়ে থাকেন তাও উল্লিখিত থাকবে। আপনার যদি KYC না করা থাকে তবে KYC Status এর স্থানে No লেখা থাকবে। এক্ষেত্রে টাকা পাওয়ার জন্য অতি শীঘ্রই কেওয়াইসি করে নেওয়া শ্রেয়। নচেৎ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন কৃষক এবং ভবিষ্যতে জটিল সমস্যার সৃষ্টি হবে।

পিএম কিষাণ নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন।

Telegram:- Link

Facebook:- Link

WhatsApp:- Link

Like Facebook Page