২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিরাট গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো রাজ্য শিক্ষা দপ্তরের তরফে। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সকলে পাস করবেন? তেমনটাই আভাস মিলছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। কি তথ্য জানালো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? চব্বিশে দশম ও দ্বাদশের উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল নিয়ে মস্ত আপডেট এই প্রতিবেদনে পড়ুন।
এবছর ২রা ফেব্রুয়ারী আরম্ভ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা ও পরীক্ষা পর্ব সম্পন্ন হয়েছিল ১২ই ফেব্রুয়ারী। এরপর ১৬ই ফেব্রুয়ারী থেকে শুরু হয় দ্বাদশের পরীক্ষা যা চলেছিল ২৯শে ফেব্রুয়ারী পর্যন্ত। পরীক্ষা পর্ব সমাপ্তির প্রায় একমাস হতে চললো। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র এবং ছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে ফলাফল প্রকাশ করবে বোর্ড ও কাউন্সিল।
এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল নয় লাখের কিছু বেশি শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকে আট লক্ষের সামান্য বেশি বিদ্যার্থী পরীক্ষায় বসেছিল। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রর সংখ্যা ছিল ২,৬৭৫ টি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২,৩৪১ টি। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে আঁটোসাটো নিরাপত্তার মধ্যে প্রায় নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে সমগ্র পরীক্ষা পর্ব।
রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে খবর, পরীক্ষা সমাপ্তির তিন মাসের মধ্যেই রাজ্যের অন্যতম মেগা দুই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। যদিও গত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন করলে দেখা যায়, বিগত বছর পরীক্ষা সমাপ্তির প্রায় দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করেছি মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সামনেই রয়েছে ২৪শে লোকসভা নির্বাচন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখাও প্রায় শেষের পথে। তাই ভোটের প্রাক্কালে রেজাল্ট আগেও প্রকাশিত হতে পারে। তবে এই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানায়নি পর্ষদ ও সংসদ। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, মনে করা করা হচ্ছে আসন্ন নির্বাচনের কারণে প্রায় সকল পড়ুয়াকেই পাস করিয়ে দেওয়া হবে। যে সকল ছাত্র ছাত্রী পাস নম্বরের ধারে-কাছে নম্বর পেয়েছেন তাদের গ্রেস নম্বর দিয়ে পাস করানোর চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ- কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬তম কিস্তির টাকা ঢোকেনি? কি করলে টাকা পাবেন? কোথায় অভিযোগ করবেন?
বেশ কিছু বছর আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, আগে তো শিক্ষকদের পেন থেকে নম্বরই খসত না। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে জাতীয় স্তরে সহজেই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারে তার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের বেশি বেশি নম্বর দেওয়ার কথাও বলেন। তাই চব্বিশে নির্বাচনের কথা বিবেচনা করে প্রায় সকলকেই পাস করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বোর্ড ও কাউন্সিল সূত্রে আপডেট, যারা পরীক্ষার খাতায় ন্যূনতম কিছু লিখে এসেছেন কিংবা যারা লিখিত পরীক্ষায় ২০, ২২ অথবা ২৪ নম্বর পেয়েছেন তাদেরও গ্রেস নম্বর দিয়ে পাস করানো হবে বলে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর। কিন্তু যারা ভুলভাল লিখে এসেছেন বা সাদা খাতা জমা দিয়েছেন তাদের পাসের সম্ভাবনা কম।
২০২৪ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের WhatsApp বা টেলিগ্রাম গ্রুপ অনুসরণ করতে পারেন। ধন্যবাদ। উপযোগী মনে হলে তথ্যটি শেয়ার করবেন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link