অনেক কৃষকের ১৬তম কিস্তির টাকা ঢোকেনি? কি করলে টাকা পাবেন? কোথায় অভিযোগ করবেন?

পিএম কিষাণের ১৬তম কিস্তি নিয়ে একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো সংবাদমাধ্যমের তরফে। প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার ষোলো তম কিস্তির টাকা ছাড়া হলেও অনেক কৃষকই এখনো পাননি কিস্তির টাকা। কিন্তু ঠিক কোন সমস্যার কারণে টাকা পাননি তারা? কি করলে টাকা পাবেন? কবেই বা পাবেন এই কিস্তির টাকা?

   

দেশের জিডিপির একটি বড়ো অংশ নিয়ন্ত্রণ করে দেশের কৃষিকাজ ও কৃষিজাত পণ্য। তবে প্রাকৃতিক দুর্যোগ, কৃষিঋণ ও বিভিন্ন সমস্যা মিলিয়ে কৃষকদের দুর্ভোগের শেষ নেই। তাই কৃষকদের অবস্থার উন্নয়ন ও কৃষিকার্যে সহায়তা প্রদানের জন্য দেশের কৃষকদের প্রত্যেক বছর মোট ৬,০০০ টাকা তিন কিস্তিতে অর্থসাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার।

এইবার ১৬তম কিস্তির টাকা দেশজুড়ে কৃষকদের মধ্যে বন্টন করলো কেন্দ্র। পূর্ব ঘোষণা মতো এদিন আঠাশে ফেব্রুয়ারী মহারাষ্ট্রে সভা করতে এসে কৃষকদের মধ্যে একুশ হাজার কোটি টাকা বন্টন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে বারো কোটি কৃষকের উপকৃত হওয়ার কথা হলেও কেবল নয় কোটি কৃষকই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির দুই হাজার টাকা পেয়েছেন।

অনেকে নিম্নলিখিত শর্তগুলো পূরণ না করার জন্য টাকা পাননি:-

পিএম কিষাণের উপভোক্তার হয় ই-কেওয়াইসি সম্পূর্ণ নেই নতুবা আবেদনের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস (IFSC) ভুল দিয়েছেন। অথবা, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। এছাড়া জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও এইবার কিস্তির টাকা পাননি সুবিধাভোগী। টাকা পেতে হলে আপনাকে অবশ্যই উপরিউক্ত বিষয়গুলো ঠিক করতে হবে এবং অবশ্যই e-KYC সম্পন্ন করতে হবে।

আপনি টাকা পাবেন কিনা স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

স্ট্যাটাস জানার জন্য pmkisan.gov.in এই পোর্টালে গিয়ে Know your status এ যান।এখন রেজিষ্ট্রেশন নম্বর, ক্যাপচা দিয়ে Get data করলেই আপনার স্ট্যাটাস জানতে পারবেন। এছাড়া আপনি টাকা পাবেন কিনা তা জানতে একই পোর্টালে Beneficiary list এ ক্লিক করুন। এরপর স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, ও গ্রাম নির্বাচন করে গেট রিপোর্ট এ প্রেস করলেই সুবিধাভোগীর তালিকা দেখাবে।

আরও পড়ুনঃ- পোস্ট অফিসের এই স্কিমে প্রতিমাসে কমপক্ষে টাকা রেখে মেয়াদ শেষে পেয়ে যান ভালো পরিমাণ রিটার্ন।

টাকা না পেলে কোথায় অভিযোগ করবেন?

পিএম কিষাণ সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য [email protected] বা ১৮০০১১৫৫২৬ এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন।

পিএম কিষাণ সন্মান নিধি যোজনা ও প্রধানমন্ত্রীর দপ্তর তথা কেন্দ্রীয় সমস্ত প্রকল্প সম্বন্ধে সবরকমের গুরুত্বপূর্ণ ও বিস্তারিত, নিত্যনতুন ও সর্বশেষ আপডেট আগেভাগে পেতে হলে আমাদের নিচের লিঙ্কের মাধ্যমে সামাজিক গ্রুপগুলো ফলো করতে পারেন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম গ্রুপ:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page