ডিএ বৃদ্ধির পর এবার এক্সট্রা বোনাস। সরকারের সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের সরকারি কর্মীরা।

ডিএ অতীত। মহার্ঘ্য ভাতা বৃদ্ধির পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে হক বোনাস। সরকারের এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের সরকারি চাকুরিজীবীরা। মূল বেতন বাদে অতিরিক্ত কত টাকা ঢুকবে তাদের পকেটে। কারা কারাই বা পাবেন এই এক্সট্রা বোনাস।

   

ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধির পর আরও এক সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্যে। নির্বাচনের পূর্বে মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেস সরকারের। ভোটের আগে রাজ্যের সরকারি কর্মীরা পেতে চলেছেন উৎসব ভাতা। খুশির খবর, গতবারের তুলনায় এইবার কিছুটা বেড়েছে এই হক বোনাস।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র-রাজ্য ডিএ ফারাক দূর করা এবং কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন-কর্মসূচি করে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মজীবীরা। যদিও মে মাস থেকে ১৪ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের কর্মীরা। তবুও ৩৬ শতাংশ DA পার্থক্য থাকবে কেন্দ্রের সঙ্গে। তাই অনেকে মনে করছেন এই বিস্তর ফারাকে প্রলেপ দিতে উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৭ সাল থেকে রাজ্যের সরকারি কর্মীদের উৎসব ভাতা প্রদান করে আসছে রাজ্য সরকার। সেবছর দেওয়া হয়েছিল তিন হাজার ছয়শো টাকা। ফি বছর তা বৃদ্ধি পায়। বিগত বছর দেওয়া হয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা। এবার ১৩.২ শতাংশ বৃদ্ধি পেয়ে সরকারি কর্মীরা উৎসব ভাতা পাচ্ছেন ছয় হাজার টাকা।

আরও পড়ুনঃ- চব্বিশে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে সকলে পাস? দু’মাসের মধ্যে রেজাল্ট! প্রচুর গ্রেস নম্বর দেয়া হচ্ছে!

state govt employees will get extra inr 6000 bonus

সামনে খুশির উৎসব উপলক্ষ্যে ডিএ ততটা পরিমাণ না বাড়লেও এই এক্সট্রা হক বোনাস ঘোষণার জেরে রাজ্যের সরকারি কর্মচারীদের ঠোঁটের কোনায় হাসির ঝলক দেখা যাচ্ছে। তবে সরকারি বিজ্ঞপ্তি নোটিশে পরিস্কার জানানো হয়েছে, যেসকল চাকরিজীবীদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার নিচে কেবল তারাই এই উৎসব ভাতা পাবেন। অন্যরা পাবেন না।

ডিয়ারনেস অ্যালাওয়েন্স, হক বোনাস, উৎসব ভাতা ও সরকারি কর্মীদের বেতন কমিশন বিষয়ক সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আজই আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

Like Facebook Page