প্রকাশিত হলো ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যের মেধা তালিকায় কে কে? জেলায় জেলায় পাশের হার কত? রাজ্যে ফলাফলের নিরিখে শীর্ষে কোন জেলা? বিস্তারিত তথ্যের খুটিনাটি আপডেট পড়ুন আজকের এই প্রতিবেদনে।
চলতি বছর ২রা ফেব্রুয়ারী থেকে ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয় রাজ্যের অন্যতম মেগা মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষা দিয়েছিলেন নয় লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। এদিন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি।
মাধ্যমিক পরীক্ষা শেষের আশি দিনের মাথায় ফলাফল প্রকাশ বোর্ডের। এবছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। গতবার পাশের হার ছিল ৮৬.১৩ শতাংশ। রাজ্যের কালিম্পং জেলায় পাশের হার সর্বোচ্চ। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে পূর্ব মেদিনীপুর ও মহানগরী কোলকাতা জেলা।
মেধাতালিকায় রাজ্যে শীর্ষস্থান দখল করেছেন চন্দ্রচূড় সেন। কোচবিহারের রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৩। অর্থাৎ রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী প্রাপ্ত গড় নম্বর ৯৯ শতাংশ। এমন খুশির আবহে সংবাদমাধ্যম কে সে জানিয়েছে, ভবিষ্যতে পিওর সায়েন্স এবং মেডিক্যাল নিয়ে পড়ত চায় সে। তার মাতা-পিতারও সেব্যাপারে সহযোগিতা রয়েছে।
এবছর প্রথম থেকে দশম মেধা তালিকায় স্থান পেয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। এবছর প্রথম মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে নতুন প্রযুক্তিগত বৈশিষ্ট্য যোগ করে মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্র স্ক্যান করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার মতো বিষয় এবং স্মার্টফোন বাজেয়াপ্ত করা সহ বিভিন্ন কারণবশত ৪৬ জন প্রার্থীর পরীক্ষা ক্যানসেল করতে বাধ্য হয় বোর্ড।
আরও পড়ুনঃ- মাধ্যমিকে কারা পাস করবেন না? শিক্ষামন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত পর্ষদের।
সকাল পৌনে দশটা থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।এরপর স্কুলে স্কুলে মার্কশীট বিতরণ করা হবে ছাত্র-ছাত্রীদের। রাজ্যের মোট চল্লিশের অধিক সেন্টার থেকে এই মার্কশীট গুলি বিদ্যালয়ে পৌঁছে যাবে। নিচের সাইটে মাধ্যমিকের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফলাফল ডিজিটালে দেখতে পারবেন ক্যান্ডিডেট রা।
wbresults.nic.in
wbbse.wb.gov.in
wbresults.in
wbbse.org
উক্ত পোর্টাল গুলিতে গিয়ে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই ডিভাইসের স্ক্রিনের পর্দায় মাধ্যমিকে আপনার প্রাপ্ত নম্বর ও গ্রেড ফুটে উঠবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম কিম্বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এ অনুসরণ করতে ভুলবেন না। ধন্যবাদ।
টেলিগ্রাম:- Link
গুগল নিউজ:- Link
হোয়াটসঅ্যাপ:- Link