মাধ্যমিক পরীক্ষায় এরা উত্তীর্ণ হতে পারবেন না। ২০২৪ মাধ্যমিক নিয়ে বড়ো সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কারণ জানিয়ে খোলসা করেন বিষয়টি। কেন পাস করতে পারবেন না সংশ্লিষ্ট ছাত্র ছাত্রী জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করা হচ্ছে।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২রা ফেব্রুয়ারী। পরীক্ষা চলেছিল চলতি বছর ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত। পরীক্ষায় বসেছিলেন ৯ লাখের কিছু বেশি পরীক্ষার্থী। তবে সকলে পরীক্ষায় পাস করতে পারবেন না বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। কেননা চব্বিশে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা। যার জেরে তোলপাড় হয়েছিল শিক্ষা মহল।
এবার থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র পদ্ধতিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নের সাথে QR কোড জুড়ে দেয় বোর্ড। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বুকলেট সিরিজ কোডটি উত্তরপত্রে লেখা আবশ্যক যার সাথে প্রতিটি প্রশ্নের লিঙ্ক রয়েছে। বিপত্তি ঘটে যখন কিছু পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র স্ক্যান করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। মাধ্যমিক পরীক্ষার ৭ দিনে মোট ৩৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। যার বেশিরভাগই মালদা জেলার ঘটনা। সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু মোবাইল ফোনও।
নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে সঙ্গেই সঙ্গেই ধরা পড়ে যায় ওই পরীক্ষার্থীরা। তাদের পরীক্ষা বাতিল করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যারা বোর্ড কে কালিমালিপ্ত করার জন্য প্রয়াসী হয়েছিলেন বা যে ষড়যন্ত্রীরা পর্ষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ- আগামীকাল সকাল ৯ টায় মাধ্যমিকের ফলাফল। মোবাইলে এক ক্লিকে রেজাল্ট চেক করুন এভাবে।
রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে তাদের পরীক্ষা বাতিল হওয়ার উক্ত পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাছাড়া যেসকল ছাত্র-ছাত্রী পাস নম্বর এর ধারে কাছে নম্বর পেয়েছেন তাদের প্রচুর গ্রেস নম্বর দিয়ে পাস করানোর চেষ্টা করেছে পর্ষদ। কিন্তু, যারা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছেন, খাতায় কিছুই লিখেননি বা পাস নম্বরের চেয়ে অনেক কম নম্বর পেয়েছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। কেননা মাধ্যমিকে একটি বিষয়েও পাস না করলে সেই পরীক্ষার্থী কে অনুত্তীর্ণ হিসেবে ধরা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যেকোনও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হন এইভাবে।
গুগল নিউজ:- Link
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link