মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। কর্মদিবসেই অনেক কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। পয়লা মে তেই এক ধাক্কায় অনেকটাই কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য। আপনার শহরে কত হলো নিত্যপ্রয়োজনীয় এলপিজি সিলিন্ডারের দাম সম্পূর্ণ তথ্য জানতে নিচের সমস্ত প্রবন্ধটি পড়ুন।

   

আমদানি ও রপ্তানির ওপর নির্ভর করে প্রত্যেক মাসেই প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল এর মূল্য হ্রাস-বৃদ্ধি করে থাকে অয়েল কোম্পানিগুলো। পরিস্থিতি ভেদে কখনো সেই দাম অপরিবর্তিতও থাকে। তবে এবার মে মাসের শুরুতেই ঊনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কুড়ি টাকা কমলো।

Indane Oil সূত্রে খবর, কলকাতায় ১৯ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৮৭৯ থেকে ১৮৫৯ টাকায় নেমে এসেছে। তবে পাঁচ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। কলকাতায় ৫ কেজি গ্যাস সিলিন্ডারের গত মাসের দাম তিনশো আট টাকা পঞ্চাশ পয়সাই রয়েছে।

এছাড়াও সাড়ে সাতচল্লিশ কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম একেবারে ৪৯ টাকা পঞ্চাশ পয়সা কমে গিয়েছে। বর্তমানে এই প্রকার গ্যাস সিলিন্ডার বিকোচ্ছে চার হাজার ছয়শত চুয়াল্লিশ টাকায়। পাশাপাশি ১৪.২ কেজি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারেও দামের কোনও পরিবর্তন হয়নি। মহানগরীতে গৃহস্থ এলপিজি সিলিন্ডারের মূল্য ৮২৯ টাকা।

তবে ইমারতের শহর কলকাতার তুলনায় অন্যান্য মেট্রো সিটি গুলোতে তুলনামূলক কম রয়েছে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম। মায়ানগরী মুম্বইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম আটশো দুই টাকা পঞ্চাশ পয়সা। চেন্নাইতে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের মূল্য ৮১৮ টাকা ৫০ পয়সা। রাজধানী দিল্লীতে আটশো তিন টাকা এবং সিলিকন সিটি বেঙ্গালুরুতে ১৪.২ কেজি LPG Cylinder এর দাম ৮০৫.৫ টাকা।

আরও পড়ুনঃ- ২০২৪ মাধ্যমিকের ফলপ্রকাশ।রাজ্যের মেধা তালিকায় কে কে? জেলায় জেলায় পাশের হার কত?

price-decrement-of-lpg-cylinders

রান্নার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। ধন্যবাদ। তথ্যটি শেয়ার করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page