২০২৪ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) ও JEE (Main) এর তারিখ প্রকাশ। সিলেবাস পরিবর্তন ও আবেদনের শেষ তারিখ

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা JEE (Main) বা AIEEE (All India Engineering Entrance Examination) পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করলো National Testing Agency। পরীক্ষার সিলেবাস কিছুটা পরিবর্তিত হয়েছে। আবেদনের শেষ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়ুন।

   

বেশ কয়েক বছর ধরেই বছরে দুইবার বিভিন্ন শিফটে জেইই মেইন পরীক্ষা পরিচালনা করে আসছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রধানত 10+2 এর পরে Indian Institute of Technology, National Institute of Technology, CFTI ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শাখায় BE/B.Tech, B.Arch কোর্স ভর্তির জন্য জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এই JEE মেইন পরীক্ষা নিয়ে থাকে।

এদিন বুধবার এনটিএ অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সামনের বছর প্রথম ধাপের পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি-১ ফেব্রুয়ারী পর্যন্ত। ১-১৫ এপ্রিল পর্যন্ত Jee Main ২০২৪ এর দ্বিতীয় ধাপের পরীক্ষা পর্ব সম্পন্ন হবে। সর্বমোট ১৩ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র হয়। প্রথম পর্বের পরীক্ষায় বসার জন্য আবেদনের শেষ তারিখ ৩০শে নভেম্বর, ২০২৩।

JEE Main 2024 এ সিলেবাসে বেশ কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে। গণিতের 3d Geometry, Mathematical Induction & Reasoning ; পদার্থববদ্যার Experimental Skill ও Communication System বাদ থাকছে। এছাড়া রসায়নে Polymer, Environmental Chemistry এর মতো বিষয় বাদ থাকছে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য এই সাইটে https://nta.ac.in/ চোখ রাখতে বলা হচ্ছে ছাত্র ছাত্রীদের।

অন্যদিকে WBJEE 2024 এর দিনতারিখ ঘোষণা করলো West Bengal Joint Entrance Examination Board। এদিন বুধবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নবগঠিত চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, প্রতিবছরের মতো ২০২৪ সালেও এপ্রিল মাসেই রাজ্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর ডব্লিউবিজেইই পরীক্ষা হবে ২৮শে এপ্রিল, রবিবার। বাংলা ও ইংরেজি ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র থাকবে।

আরও পড়ুনঃ- নভেম্বরে মহার্ঘ্য ভাতা বাড়ালো রাজ্য সরকার। সেইসঙ্গে মিলবে পুজোর বোনাস।

তবে Wbjee ২০২৪ পরীক্ষার দিন ঘোষণা করলেও আবেদন শুরুর তারিখ ও আবেদনের শেষ তারিখ জানায়নি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষার রেজিষ্ট্রেশন ও আবেদন শুরু হবে। প্রায় একমাস আবেদন প্রক্রিয়া চলবে। ফলাফল প্রকাশিত হবে মে মাসের চতুর্থ সপ্তাহে। আবেদনকারীদের ৫০০ টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে আবেদন করতে হবে। আবেদনের তারিখ ও সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই https://wbjeeb.nic.in/ সাইটটি নিয়মিত ভিজিট করুন।

এশন আরও গুরুত্বপূর্ণ কারেন্ট খবরের বিস্তারিত আপডেট পেতে এখুনি আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হোন।

ফেসবুক:- Link

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page