এই ধরনের বিশেষ প্রকার রেশন কার্ড থাকলেই দীপাবলি উপলক্ষ্যে উপভোক্তাদের অতিরিক্ত রেশন দ্রব্য দেবে সরকার। বেশ কিছু প্রকার রেশন কার্ড গ্রাহকদের অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এই নভেম্বর মাসে পুজোর মরশুমে। নিচের আলোচনায় কোন প্রকার কার্ডে কত পরিমাণ রেশন আইটেম দেওয়া হচ্ছে, কন্টোল সুবিধাভোগীরা অতিরিক্ত কতটা পাবেন চাল-গম-আটা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
প্রতি মাসের শুরুতেই কোন প্রকার রেশন কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার তার একটা নির্দেশিকা বের করা হয় খাদ্য দপ্তরের তরফে। এই নির্দেশিকা রেশন দোকানে তালিকা আকারে টাঙানো থাকে। প্রত্যেক মাসে প্রায় একই পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হলেও উৎসবের মরশুমে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলোর জন্য অতিরিক্ত রেশন দ্রব্য বরাদ্দ করে সরকার। এবারও তার অন্যথা হয়নি।
খাদ্য দপ্তরের সরকারি নির্দেশ অনুযায়ী, Priority Household (পিএইচএইচ) রেশন কার্ড রয়েছে এমন পরিবার যেসব রেশন সামগ্রী সাধারণত পেয়ে থাকেন তার সঙ্গে অতিরিক্ত অতিরিক্ত ৬ কেজি চাল এমাসেও পেয়ে যাবেন। যেসকল পরিবারের অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড রয়েছে, পরিবারে তিনের অধিক মেম্বার থাকলে তারাও পরিবার পিছু অতিরিক্ত ৮ কেজি চাল ও ৩ কেজি করে গম পাবেন।
যেসকল পরিবারের Rajya Khadya Suraksha Yojona-I (আরকেএসওয়াই-১) এই প্রকার রেশন কার্ড রয়েছে, সেই গ্রাহকেরা দীপাবলি ও ছট্ পূজা উপলক্ষ্যে কার্ড পিছু ৬ কেজি করে অতিরিক্ত চাল একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। উৎসবের দিনগুলো যাতে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলো খেয়েদেয়ে হাসি খুশিতে কাটাতে পারে তার জন্য এই মহতি উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর।
তবে উক্ত তিন প্রকার রেশন কার্ডে উপভোক্তারা অতিরিক্ত রেশন সামগ্রী পেলেও Special Priority Household এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ এই দুই প্রকার রেশন কার্ডের বেনিফিসিয়ারিরা কিন্তু কোনও রকম অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন না। উল্লেখ্য, জঙ্গল মহল, চা-শ্রমিক এবং পাহাড়ি এলাকার বাসিন্দারাই কেবল অতিরিক্ত রেশন সামগ্রীর সুবিধা পাবেন।
প্রতি মাসের রেশন আইটেম সম্পর্কে বিস্তারিত বিবরণ ও নোটিফিকেশন আপডেট পেতে চাইলে আমাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে যুক্ত হন।
ফেসবুক:- Link
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
গুগল নিউজ:- Link