নভেম্বরে মহার্ঘ্য ভাতা বাড়ালো রাজ্য সরকার। সেইসঙ্গে মিলবে পুজোর বোনাস।

দীর্ঘ অপেক্ষার পর চাকুরিজীবীদের জন্য সুখবর। ডিএ ও বোনাস নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। চওড়া হাসি ফুটলো সরকারি কর্মীদের মুখে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য Dearness Allowance বৃদ্ধি করেছে মোদি সরকার। এবার একে একে বিভিন্ন অঙ্গরাজ্য গুলিও সেই একই পথে হেঁটে মহার্ঘ্য ভাতা বাড়ানোর কর্মযজ্ঞে সামিল হয়েছে। কেবল ডিএ বৃদ্ধিই নয়। DA -র পাশাপাশি দিওয়ালিতে বোনাস দেওয়া হবে সরকারি কর্মজীবীদের।

   

মহার্ঘ্য ভাতা বেড়েছে প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, UGC কর্মকর্তাগণ, নগরায়ণ মন্ত্রকের কর্মচারী, দিনমজুরদের। পাশাপাশি পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা বাড়িয়েছে সরকার। এখন থেকে মূল বেতনের ৪৬ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করা হবে রাজ্য সরকারী কর্মীদের, যা পূর্বতন ডিএ (৪২ শতাংশ) এর থেকে ৪ শতাংশ বেশি। ডিএ বৃদ্ধি সংক্রান্ত একটি পোস্ট Uttar Pradesh সরকারের ট্যুইটার হ্যান্ডেল থেকে করা হয়েছে।

মে মাসেই সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছিল যোগী আদিত্যনাথের সরকার। শারদীয়ায় কেন্দ্র সরকার সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের DA বৃদ্ধির ঘোষণা করায় এবার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করলো উত্তরপ্রদেশ সরকার। আগামী বছর জানুয়ারি থেকেই এই নতুন বর্ধিত ডিএ কার্যকর করা হবে বলে এক জনসভায় জানিয়েছেন খোদ ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শুধু ডিএ বৃদ্ধিই নয়। একইসাথে আরেকটি সুখবর রয়েছে রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য। উক্ত ঘোষণায় UP সরকার জানিয়েছে রাজ্য সরকারের নন গেজেটেড গ্রুপ সি ও ডি কর্মী, শিক্ষাকর্মী, দিনমজুর ও পেনশনভোগীরা একমাসের বেতন (সবচেয়ে বেশি ৭,০০০ টাকা পর্যন্ত) দিওয়ালির বোনাস হিসেবে পাবেন। তবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত একাধিক মামরা চলছে এবং সুপ্রিম কোর্টের মামলার শুনানি স্থগিত রয়েছে। তবে ডিএ বৃদ্ধির জন্য লড়াই জারি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের।

আরও পড়ুনঃ- পিএম কিষাণের ১৫তম কিস্তির তারিখ ঘোষণা। এই কাজগুলো না সারলে টাকা পাবেন না।

এইরকম আরও অনেক গুরুত্বপূর্ণ খবরের খুটিনাটি ও পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের নিচের যেকোনো সোশ্যাল মাধ্যমে যোগ দিতে পারেন। ধন্যবাদ।

ফেসবুক:- Link

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page