চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বহুদিন বাদে ফের কর্মী নিয়োগ করতে চলেছে West Bengal Public Service Commission। নিয়োগ করা হবে Backward Classes Welfare Department এ। উক্ত দপ্তরের অধীনে Cultural Research Institute এ ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। যারা একটি অভিজ্ঞতা সম্পন্ন ভালো চাকরির জন্য চেষ্টা করছেন সেইসাথে অ্যাকাডেমিক বা গবেষণা লাইনে থাকতে পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ সুযোগ।
অক্টোবর মাসেই বিজ্ঞপ্তি বেরিয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন চলবে ২১শে নভেম্বর পর্যন্ত। বেতনকাঠামো আকর্ষণীয়। নিয়োগ করা হবে Written Test ও Interview এর মাধ্যমে। আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? কিভাবে আবেদন করবেন, শূন্যপদ বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
কোন পদে নিয়োগ করা হবে?
প্রার্থী নিয়োগ করা হবে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অন্তর্গত কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ডিরেক্টর পদে।
বেতনক্রম:-
উক্ত পদে পদাধিকারীর বেতনক্রম ৯৫,০০০-১,৪৮,০০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা:-
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স (১/১/২০২৩ এর হিসেবে) পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া:-
কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Sociology/Anthropology/Political Science/Economics এ ডক্টরেট ডিগ্রি লাভ করে থাকতে হবে। রিসার্চ ও অ্যাকাডেমিক ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা নির্দেশনা ও প্রশাসনিক কার্যকলাপের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া:-
এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা https://wbpsc.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলুন। এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদন পত্রটি খুলে তা ভালোভাবে পূরণ করুন। আবেদনের সময় প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সাইজে স্ক্যান ও আপলোড করে দিবেন। অ্যাপ্লিকেশন জমা করার পূর্বে সমস্ত তথ্য একবার যাচাই করে নেবেন।
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
অ্যাপ্লিকেশন মূল্য:-
জেনারেল, ওবিসি ও EWS প্রার্থীদের ২১০ টাকা আবেদন ফি দিতে হবে। তপশিলি ও প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের কোনোরূপ আবেদন ফি লাগবে না।
আরও পড়ুনঃ- পড়ুয়ারা পাবেন ৫০,০০০ টাকা। আবেদন করুন স্বামী দয়ানন্দ স্কলারশিপে।
আবেদনের শেষ তারিখ:-
WBPSC নিয়োজিত BCW ডিপার্টমেন্ট এ উক্ত পদে কর্মী নিয়োগের জন্য ৩১শে অক্টোবর থেকেই আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২১শে নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা শেষ তারিখের আগেই আবেদন করুন।
শূন্যপদ:-
উপরিউক্ত পদের জন্য কেবল একটিই খালি পদ আছে।
রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির সর্বশেষ নোটিফিকেশন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করুন।
WhatsApp Channel:- Link