সকলকেই বানাতে হবে এই কার্ড! নাহলে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা বন্ধ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রত্যেক ছাত্র-ছাত্রীকেই বানাতে হবে এই কার্ড। দেশের সমস্ত পড়ুয়াদের জন্য এমনই এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে সেই কেন্দ্রীয় নির্দেশ ইতিমধ্যেই এসে পৌঁছেছে। শিক্ষার্থীদের জন্য আধার প্যান কার্ডের সমান গুরুত্ব পেতে চলেছে এই নথি। ইতিপূর্বেই অভিভাবকদের মতামত গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। এবার এই কার্ডের রূপায়নের পথে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

   

সম্প্রতি এক বিজ্ঞপ্তি নোটিশে কেন্দ্র সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যার্থীদের উদ্দেশ্যে জানিয়েছে, সকল স্তরের স্টুডেন্ট কেই বাধ্যতামূলকভাবে আপার (APAAR) কার্ড তৈরি করতে হবে। এর পুরো কথাটি হলো অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। নতুন National Education Policy লাগু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে আপডেট দিয়েছিল সরকার। এরপর থেকেই ছাত্র ছাত্রীদের এই কার্ড তৈরি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

APAAR কার্ড মূলত কি?

এই APAAR Card তৈরি প্রসঙ্গে কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই আপার কার্ড আধার কার্ডের মতোই দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা পড়ুয়াদের পরিচিতি কার্ড হিসেবে সকল ফিল্ডে গ্রহণযোগ্য। এই নথিপত্রে একজন শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষাজীবন থেকে শুরু করে গবেষণা স্তর পর্যন্ত পড়াশোনার যাবতীয় গুরুত্বপূর্ণ সব অ্যাকাডেমিক রেকর্ড নথিভুক্ত থাকবে।

এটি মূলত বিদ্যার্থীদের লেখাপড়া জীবনের সমস্ত ইতিহাস অর্থাৎ Academic Biography Records, বা অ্যাকাডেমিক ক্রেডিট আইডেন্টিটি হিসেবে পরিচিতি পাবে। এই কার্ড বানাতে একজন পড়ুয়া নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন।

আপার কার্ড কিভাবে বানাবেন ছাত্র-ছাত্রীরা?

কেন্দ্রের তরফে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে ছাত্র-ছাত্রীদের Guardian দের সঙ্গে এই কার্ডের বিষয় আলোচনা করতে বলা হয়েছিল ১৮ অক্টোবরের মধ্যে। এই কার্ড তৈরির জন্য পড়ুয়াদের https://www.abc.gov.in/ এই পোর্টালে গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে।

আরও পড়ুনঃ- আকর্ষণীয় বেতনে পাব্লিক সার্ভিস কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

এরপর আবেদনপত্রে শিক্ষার্থীর Height, Weight ও Blood Group ও অন্যান্য ডিটেইলস উল্লেখ করে সাবমিট করার পর APAAR Card ডাউনলোড করতে পারবেন। এই কার্ডে আধার নথির মতো ১২ সংখ্যার একটি অদ্বিতীয় নম্বর দেওয়া হবে প্রত্যেক পড়ুয়া কে। ভবিষ্যতে এই পরিচিতি ও অ্যাকাডেমিক বায়োগ্রাফি কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করতে পারবেন শিক্ষার্থীরা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এ যোগ দিন। ধন্যবাদ।

WhatsApp Channel:- Link